চুয়েটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

 

17814205_10211081238098510_1153442910335837403_o

নাজমুস সাকিব:
রঙ্গিন স্বপ্ন আর প্রত্যাশার আলোয় রাঙানো নতুন বাংলা বছর কে বরণ করে নিতে নানা উৎসব ও উদ্দীপনার মধ্যে দিয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( চুয়েট) উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ-১৪২৪ । এ উপলক্ষ্যে সকাল থেকেই চুয়েটের শিক্ষার্থীরা শাড়ি ও পাঞ্জাবী পড়ে জড়ো হয় বিশ্ববিদ্যালয়ের গোলচত্তরে। নাগরদোলা ,আড্ডা আর হইহুল্লোড়ে উৎসবে মুখর হয়ে উঠে চুয়েট ক্যাম্পাস।
আয়োজনের শুরুতেই সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের উত্তর গোলচত্তর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । শোভাযাত্রায় অংশগ্রহণ করে চুয়েটের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা। চুয়েট স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি অধ্যাপক ড. মো: আব্দুর রশীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এসময় চুয়েট উপাচার্য বলেন, ‘পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। বৈশাখের সঙ্গে বাঙালি জীবনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুস্থ সংস্কৃতি চর্চায় পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য অনুপ্রেরণা হতে পারে।’
শোভাযাত্রা শেষে আয়োজন করা হয় পান্তা উৎসবের। এর পর শুরু হয় চুয়েটের শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশীয় গানের আসর। তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান সুপ্ত চুয়েট নিউজ কে জানান,‘পহেলা বৈশাখ একটি সর্বজনীন উৎসব । নববর্ষের সর্বজনীনতাকে জাতীয় জীবনে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজনের কোন বিকল্প নেই।’
এদিকে উত্তর গোলচত্তর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল ঘুড়ি উৎসব , শিশু কিশোরদের অনুষ্ঠান ,র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।