এবার রোবট খেলবে ফুটবল !

17992107_1313519798733067_7890026937547977570_n-300x286
ইনজামাম উল হক :
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী রোবটিক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বাংলাদেশে প্রথমবারের মতো রোবটগুলো খেলবে ফুটবল।
চুয়েটের রোবো মেকাট্রনিক্স এসোসিয়েশন (আরএমএ) এর উদ্যোগে ‘আরএমএ ফুটবট-২০১৭’ শীর্ষক প্রতিযোগিতাটি আগামী ২৬ মে শুক্রবার আয়োজিত হবে ।
এ উপলক্ষে সম্প্রতি প্রতিযোগিতার জন্য তৈরিকৃত ওয়েবসাইট উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম, পেট্রোলিয়াম এবং মাইনিং প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ।
‘আরএমএ ফুটবট-২০১৭’ এর আহ্বায়ক সারোয়ার হাসান রাতুল জানান, এবারের প্রতিযোগিতায় প্রাথমিক ভাবে নির্বাচিত ৩০ টি দল অংশগ্রহন করতে পারবে। প্রতিযোগিতা সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবে http://www.rmabd.org/event/rma-footbot17/ঠিকানায়। এছাড়া উল্লেখিত ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে আগ্রহীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
রোবট নিয়ে এ ধরণের ভিন্নধর্মী প্রতিযোগিতা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলবে বলে আশাবাদ ব্যাক্ত করেন আয়োজকরা।