আপগ্রেডেশন নীতিমালা সমুন্নত রাখার দাবিতে চুয়েটে অবস্থান কর্মসূচি

মোহাম্মদ ফাহিম রেজা:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আপগ্রেডেশন ও উচ্চতর স্কেল / সিনিয়র স্কেল প্রদান সংক্রান্ত  বিধান -২০২২ সমুন্নত রাখার দাবিতে অর্ধ- দিবস  অবস্থান কর্মসূচির আয়োজন করে চুয়েট স্টাফ এসোসিয়েশন।

আজ (রবিবার)  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর ( উপাচার্য ভবন) সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে চুয়েটের প্রায় দুইশত কর্মচারী অংশগ্রহণ করে।সকাল ৯ টায় উক্ত কর্মসূচি শুরু হয় এবং ১:৩০টা পর্যন্ত চলে।  এসময় এসোসিয়েশনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। উক্ত কর্মসূচিতে বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে টেলি-কনফারেন্সে বক্তব্য দেওয়া হয় ও একাত্মতা পোষন করে৷ 

স্টাফ এসোসিয়েশনের সভাপতি মো. জামাল উদ্দিন বলেন, ‘২০২২ সালে স্টাফদের জন্য প্রণোদিত নীতিমালা কোন কারন ছাড়াই পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন৷ এই পুনর্বিবেচনা করা নীতিমালার বিষয়ে প্রশাসনের সাথে আলোচনায় বসতে চাইলেও তারা আমাদের সাথে কোন আলোচনায় বসে নি। তাই এই রিভিউ করা নীতিমালা  আমরা মানি না। আগের নীতিমালা পূনর্বহাল রাখতে হবে। ‘

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য ২০২২ সালে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিমালা প্রনয়ণ করে।তবে বর্তমানে এই নীতিমালা পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *