চুয়েটে শুরু হচ্ছে কেইস সলভিং কম্পিটিশন ‘ফেইস দ্য কেইস ৪.০’

সাইকা শুহাদাঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত হচ্ছে ‘ফেইস দ্য কেইস ৪.০’। এই উপলক্ষ্যে গত ১ মে (বুধবার) অনলাইন প্লাটফর্ম জুমে “রোডম্যাপ অফ কেইস সলভিং” শীর্ষক একটি ওয়েবিনার আয়োজিত হয়েছে।

উক্ত ওয়েবিনারটি পরিচালনা করেন গত সিজন (ফেইস দ্য কেইস ৩.০) এর সেকেন্ড রানারআপ দল ‘টিম টেট্রিস’ এর সদস্য উদয় চৌধুরী, অর্নব চৌধুরী ও রাজেশ মিত্র। এতে মূলত কেইস সলভিং এর মৌলিক ধারণা প্রদান করা হয়। এছাড়াও উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে ‘ফেইস দ্য কেইস ৪.০’ এর বিস্তারিত বর্ণনা, রেজিস্ট্রেশন প্রসেস, রেজিস্ট্রেশন ডেডলাইন ও প্রাইজমানি নিয়ে সম্যক ধারণা দেওয়া হয়।

ওয়েবিনারটিতে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও ফেইসবুক লাইভ এর মাধ্যমে জয়েন করে আরো অসংখ্য শিক্ষার্থী।

ওয়েবিনার আয়োজনের ব্যাপারে আইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের সভাপতি সাফিন হোসেন বলেন – ” সাধারণত কেইস কম্পিটিশিনে যারা নতুন তাদের অনেকের কাছে কেইস সলভিং নিয়ে স্পষ্ট ধারণা নেই। মূলত নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটের যেকোনো বিষয়ের সমাধান কিভাবে করতে পারে সেই বিষয়ে তাদের স্পষ্ট ধারণা দেওয়াই ছিলো ওয়েবিনারের উদ্দেশ্য। আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ আশা করে এই ওয়েবিনারটির মাধ্যমে যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা উপকৃত হবে এবং কেইস সলভিং নিজেদের একধাপ এগিয়ে নিতে পারবে। “

উল্লেখ্য, প্রতিযোগিতাটি তিনটি ধাপে সম্পন্ন হবে।এর মধ্যে প্রথম ধাপের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিযোগিতাটির সর্বোমোট প্রাইজমানি এক লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *