সাইকা শুহাদা ও আসহাব লাবিবঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী ইভান মাকসুদ। মেধার পাশাপাশি ফটোগ্রাফির অনন্য প্রতিভার কারণে চুয়েটে পরিচিতি পেয়েছেন তিনি। ইভানের স্বপ্ন পড়াশুনা শেষ করে পরিবার ও সমাজের পাশে দাঁড়ানো। কিন্তু স্বপ্ন পূরণের সেই দিনগুলো তার মা দেখতে পারবেন কিনা, এমন শঙ্কায় আছেন তিনি। মরণব্যাধি ক্যানসারে ধুঁকছেন ইভানের মা।
জানা যায়, দেড় বছর আগে ইভানের মা এর ব্রেস্ট ক্যান্সার ধরা পরে। ক্যান্সার শনাক্তের পর থেকেই মাসিক চিকিৎসার খরচ ছিলো প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। কোনোভাবে টাকা জোগাড় করে চিকিৎসা করালেও কিছুদিন পর আবারও ইভানের মায়ের শরীরে ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার জানান, ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণ নিরাময় হয়নি বরং ক্যান্সার কোষগুলোর আবারো বিস্তার লাভ করেছে। ডাক্তারের মতে, ক্যান্সার বর্তমানে চতুর্থ ধাপে রয়েছে, যার চিকিৎসা খুবই দুর্লভ এবং ব্যয়বহুল।
বাবা, মা আর বোন মিলে ইভানের পরিবারের সদস্য সংখ্যা চার। বাবা আর বোন আয় করেন। পাশাপাশি ইভান টিউশনি করিয়ে টাকা উপার্জনের চেষ্টা করেন। কিন্তু ইভানের মায়ের অসুস্থ হওয়ার পর থেকেই পরিবারের সঞ্চিত পুঁজি ধীরে ধীরে শেষ হতে থাকে। বর্তমানে এই ক্যান্সার নিরাময়ের চিকিৎসা করানোর মতো আর্থিক সামর্থ্য নেই তার পরিবারের।
ইভানের বন্ধুরা জানান, চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব ইভানের মাকে ভারত পাঠাতে হবে। প্রয়োজনীয় অর্থের পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা। টানা দেড় বছর নিয়মিতভাবে মাসিক লক্ষাধিক চিকিৎসা খরচ বহন করার পরে এই মুহূর্তে ইভানের পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব হয়ে উঠেছে।
ইভাবের মায়ের বর্তমান অবস্থা উল্লেখ করে ইভান বলেন, আম্মু আপাতত বাসায় আছেন এবং তার অরাল কেমোথেরাপি চলছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেন আম্মু দ্রুত সুস্থ হয়ে ওঠেন। আমি আমার আম্মুর সুস্থতার জন্যে সকলের কাছে দোয়াপ্রার্থী।
উল্লেখ্য ইভানের শুভাকাঙ্ক্ষীরা মিলে “টু সেইভ এ মাদার” শীর্ষক ১৫ দিন ব্যাপী একটি ফান্ডরাইজিং কার্যক্রম চালু করেছেন যার শেষদিন আগামীকাল (৫ মে)। তবে এই ক্যাম্পেইন আরো কিছুদিন বাড়ানো হবে বলে জানান তারা। এখন পর্যন্ত উত্তোলনকৃত টাকার পরিমাণ ৩ লক্ষ ৫০ হাজার টাকা। ইভানের মায়ের চিকিৎসার জন্যে আরো অনেক টাকার প্রয়োজন। সবার সাহায্যই পারে ইভানের মায়ের জীবন বাঁচাতে, ইভানের পরিবারকে এই সংকট থেকে বের করতে। ইভানের পরিবার ও তার মায়ের পাশে দাড়াতে টাকা পাঠানোর মাধ্যমঃ
বিকাশ
১. 01872686320 (ইভান মাকসুদ, চুয়েট মেকানিক্যাল)
- 01882191201 (তালহা জুবায়ের, চুয়েট ইইই)
- 01830650691 (নিয়াজ মুহাইমিন আবতাহি, বুয়েট ইইই]
- 01851233692 (সেফাত আহমেদ অক্ষর, চুয়েট সিএসই)
- 01796237248 (মুরসালিন আহমেদ জিম, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সফটওয়্যার)
রকেট
- 01882191201 (তালহা জুবায়ের, চুয়েট ইইই)
- 01909602643 (আছিম ফইজি আইমন, চুয়েট সিএসই)
- 01886433692 (সেফাত আহমেদ অক্ষর, চুয়েট সিএসই)
নগদ
- 01972826393 (ইউসুফ রনি, চুয়েট মেকানিক্যাল)
- 01830650691 (নিয়াজ মুহাইমিন আবতাহি, বুয়েট ইইই)
- 01886433692 (সেফাত আহমেদ অক্ষর, চুয়েট সিএসই)
- 01792123243 (মোঃ ফুয়াদ ইকবাল, চুয়েট ইইই)
- 01310454279 (অনন্যা নিশাত, সাস্ট আর্কিটেকচার)
সোনালী ব্যাংক
একাউন্ট নাম্বার 0818501013526
Md. Fouad Iqbal
Branch Name: CUET
Paypal : reasad.um@gmail.com