সড়ক দুর্ঘটনায় আহত চুয়েট শিক্ষার্থীর অবস্থা স্থিতিশীল

received_1015863858545919

ইনজামাম উল হক:

চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থী কাউসারুল ইসলামের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। দুর্ঘটনার পরদিন তাকে ঢাকার গ্রিনলাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

হাসপাতাল থেকে আহতের পরিবার এবং বন্ধুদের সূত্রে জানা যায়, বর্তমানে তার পায়ের রক্তপাত বন্ধ হয়েছে। ইতিমধ্যে তাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
তবে কাউসারের পায়ের একটি হাড় খুঁজে না পাওয়ার কারণে ডাক্তাররা তার ব্যাপারে নির্দিষ্ট কোন সিদ্ধান্তে আসতে পারেন নাই বলে জানা যায়। তাকে আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ২৬ মার্চ, দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড়তলি মোড়ে বিপরীত দিক থেকে আসা সিএনজির ধাক্কায় মারাত্মকভাবে আহত হন কাউসার। তিনি চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। দুর্ঘটনায় তার পায়ের একটি হাড় খুলে যায়, যেটা পরবর্তীতে খুজে পাওয়া সম্ভব হয়নি । তাৎক্ষনিক ভাবে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলেও উন্নত চিকিৎসার জন্য পরদিন তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

তারিখ: ২৯/০৩/২০১৭