র‌্যাগ উৎসবের মশাল মিছিল অনুষ্ঠিত

Rag 4

চুয়েটনিউজ২৪ ডেস্ক:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শেষ বর্ষের শিক্ষা সমাপনী উৎসব র‌্যাগ ২০১৬ এর মশাল মিছিল আজ অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় র‌্যাগ কমিটি-২০১৬ এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে র‌্যাগ উৎসবের প্রস্তুতিমূলক এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মশাল নিয়ে শিক্ষার্থীরা মিছিলে অংশ নেয়। মিছিল শুরুর আগে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক র‌্যাগ উৎসবের উদ্বোধন ঘোষণা করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী ছাত্র কল্যাণ পরিচালক ড. জিএম সাদিকুল ইসলাম।

মিছিলটি ক্যাম্পাসের মূল অংশ প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়। এরপর আতশবাজি পোড়ানো ও ফানুস ওড়ানো হয়।

র‌্যাগ উৎসবের আহ্বায়ক সাইফ আল রাফি চুয়েটনিউজ২৪ কে বলেন, মশাল মিছিলের মধ্য দিয়ে র‌্যাগ-২০১৬ আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। র‌্যাগ একটি ব্যাচের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য আনন্দঘন উৎসব। আশা করি, এবারের র‌্যাগ উৎসবে সবাইকে পাশে পাব।

তারিখ: ২.৬.১৬

ছবি:

Rag 2016 Torch Procession 1
ছবি: মেহেদি হাসান