চুয়েটে তিনদিনব্যাপী প্রযুক্তির উৎসব শুরু

22690713_1147571582041812_1621224890_o

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রযুক্তি উৎসব ‘সিএসই ফেস্ট ২০১৭’ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার কৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী এই উৎসব চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।

গতকাল উৎসবের প্রথম দিনে অনুষ্ঠিত হয় কম্পিউটার গেমিং প্রতিযোগিতা। এতে ফিফা-১৭, এনএফএস মোস্ট ওয়ান্টেড এবং কল অব ডিউটি গেইম নিয়ে নিজেদের মধ্যে ভার্চুয়াল লড়াইয়ে মেতে উঠেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ শিক্ষার্থী।

শনিবার উৎসবের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হবে প্রোগ্রামিং প্রতিযোগিতা। এতে চট্টগ্রাম অঞ্চলের ১১টি বিশ্ববিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নিবে বলে জানান আয়োজকরা। রবিবার উৎসবের শেষদিনে থাকবে শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার, বিদায় ও বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট।

তারিখঃ ২১/১০/২০১৭ ইং