চুয়েটের স্নাতক প্রথম বর্ষের ক্লাস স্থগিত

CUET_logo

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ক্লাস স্থগিত করা হয়েছে । আগামী ২৬ ফেব্রুয়ারি চুয়েটের স্নাতক প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস হওয়ার কথা ছিলো । কিন্তু  আজ রবিবার বিকালে চুয়েট রেজিস্ট্রার অধ্যাপক ড. ফারুক-উজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থগিতের খবর জানানো হয় । বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ওরিয়েন্টেশন এবং ক্লাসের তারিখ পরবর্তীতে জানানো হবে ।

আজ চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ,সকল ডিন ,বিভাগীয় প্রধান, হল প্রভোস্টের অংশগ্রহণে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।  এ ব্যাপারে চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করা হলে তিঁনি বলেন,  বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট পাঁচটি ব্যাচের শিক্ষা কার্যক্রম চলমান। নতুন ব্যাচ আসলে আসাবিক সুবিধা দিতে এই মুহূর্তে আমাদের সমস্যা হচ্ছে। তাই ক্লাস স্থগিত করা হয়েছে ।

তারিখ – ২২.২.২০১৫