শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চুয়েট শিক্ষক সমিতির উদ্বেগ প্রকাশ

সাইকা শুহাদা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত ১৫ই জুলাই (সোমবার) হতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বিভৎস হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন চুয়েট শিক্ষক সমিতি।

চুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. জি. এম. সাদিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ড. মোঃ আরাফাত রহমান স্বাক্ষরিত একটি লিখিত বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বুধবার চুয়েট শিক্ষক সমিতি এই প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিগত ১৫ই জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ
শিক্ষার্থীদের উপর বিভৎস হামলায় আহত এবং নিহত হওয়ার ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে, তাতে চুয়েট শিক্ষক সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। একইসাথে সমিতি আহত ছাত্র-ছাত্রীদের দ্রুত সুস্থতা কামনা সহ নিহত ছাত্রদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

পাশাপাশি গতকাল (১৬ই জুলাই) রাত ৯:১৫ মিনিটে চাদগাঁও আবাসিক এলাকা থেকে চুয়েট ক্যাম্পাসগামী ছাত্র-ছাত্রীদের
বাসগুলোতে ছাত্রলীগ কর্মীদের হামলায় প্রায় ত্রিশ জন শিক্ষার্থীর মারাত্মকভাবে আহত হন। হামলায় ছাত্রীদের পিঠে রড দিয়ে আঘাত করা ও মোবাইল ছিনতাই করার ঘটনায় চুয়েট শিক্ষক সমিতি শিক্ষার্থীদের নিরাপত্তায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। এ বিষয়ে চুয়েট প্রশাসনকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে জোর দাবি জানান চুয়েট শিক্ষক সমিতি।

এছাড়াও শিক্ষার্থীদের নিকট দায়িত্বশীল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের শান্তিপূর্ণ ভাবে দায়িত্ব পালনের অনুরোধ জানান শিক্ষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *