চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন শেখ রাসেল হল

চুয়েট নিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত “আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৪” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে বঙ্গবন্ধু হলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শেখ রাসেল হল ।

আজ ০৯ই জুন (রবিবার), ২০২৪ খ্রিঃ বিকাল ০৪.৩০ ঘটিকায় চুয়েট কেদ্রীয় খেলার মাঠে ম্যাচটি শুরু হয়। উক্ত ম্যাচের একমাত্র গোলদাতা হলেন ওমর আবীর এবং পুরো আসরের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছেন এফ. এম. মিফতাহুজ্জামান।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে চুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপস্থিত থেকে খেলার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।এসময় আরও উপস্থিত ছিলেন চুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ এর ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান, ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম,ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইফুল ইসলাম ও মোহাম্মদ ইসলাম মিয়াসহ সকল হল এর প্রভোস্টগণ।

এই ব্যাপারে ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম বলেন ,দীর্ঘ দুই বছর পর চুয়েটে আবারও এই আন্তঃহল ফুটবল প্রতিযোগিতাটি আয়োজিত হয়েছে।চুয়েটের শারীরিক শিক্ষা কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আমরা এবার আই প্রতিযোগিতা আয়োজন করতে সফল হয়েছি। প্রসাসন এবং শিক্ষার্থীদের সহায়তায় এটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা মাঠে কয়েকটি চমৎকার খেলা উপভোগ করতে পেরেছি। এজন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামীতেও আমরা চাই যেন এরকম আয়োজন চুয়েটে অব্যাহত থাকে। এর জন্যে আমি সকলের একান্ত সহযোগিতা কামনা করি।

উল্লেখ্য,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা জনাব মোহাম্মদ জসীম উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *