চুয়েটনিউজ২৪ ডেস্ক:
প্রযুক্তি নির্ভর পরিবেশ তৈরি করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অন্যতম সংগঠন চুয়েট কম্পিউটার ক্লাবের ২০২৩-২৪ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ শফিকুল হাসান (সায়মন)-কে সভাপতি এবং একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ আবিরকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
গত ২২ সেপ্টেম্বর (রবিবার) সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে তানজিম বিন নাসির (প্রোগ্রামিং), শফিউল আলম সরকার (এডমিন), রাকিব আল হাসান (ব্যবস্থাপনা), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সানজিদা জামাল প্রিয়া এবং সাংগঠনিক সম্পাদক পদে তওহা এলাহি মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবটির উপদেষ্টা চুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মনজুর উল হাসান ও মডারেটর একই বিভাগের সহকারী অধ্যাপক অসীম দে।
ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে নবনির্বাচিত সভাপতির বক্তব্যে জানানো হয়, চুয়েট কম্পিউটার ক্লাবের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখার লক্ষ্য রয়েছে। ভবিষ্যতে চুয়েটকে জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতায় সাফল্যের শীর্ষে পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা থাকবে। ক্লাবটি শিক্ষার্থীদের প্রোগ্রামিং ও প্রযুক্তির প্রতি আগ্রহ তৈরি এবং দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
উল্লেখ্য, ক্লাবটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতি বছর প্রোগ্রামিং প্রতিযোগিতা, ওয়ার্কশপ, সেমিনারসহ বিভিন্ন প্রযুক্তিগত আয়োজন করে আসছে।