চুয়েটের একমাত্র পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিসের নতুন কমিটি ঘোষণা

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একমাত্র পরিবেশবাদী সংগঠন গ্রীন ফর পিসের কার্যকরী কমিটি ২০২৪-২৫ ঘোষণা করা হয়েছে। গতকাল ২৭ই সেপ্টেম্বর ( শুক্রবার) রাতে অনলাইন প্লাটফর্মে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি মো: নাইমুল ইসলাম এই নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটির সভাপতি হিসেবে বায়োমেডিকেল প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জুবায়ের বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী সানি হাসান ইমন নির্বাচিত হয়েছেন।

৩৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মো:সাকিব খান,শাহেদ হাসান,নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী রিয়া ইসলাম, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো:মেহেদী হাসান সাব্বি,স্হাপত্য বিভাগের শিক্ষার্থী তাসনিম বিনতে আহসান। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো:বেলায়েত হোসাইন রায়হান ও মেজবা উল হাসান।

উক্ত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর যন্ত্রকৌশল অনুষদের ডীন এবং গ্রিন ফর পিস কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানোর পাশাপাশি আগামী দিন গুলো যেনো আরো সুন্দর হয় এবং গ্রিন ফর পিস যেনো আরো উন্নতির শিখরে পৌঁছাতে পারে সেই আশা ব্যক্ত করেন।

সাধারণ সম্পাদক সানি হাসান ইমন বলেন,
করোনার পর থেকে ক্যাম্পাসে বেশ কিছু পরিবর্তন আসে।এর সরাসরি প্রভাব পরে আঞ্চলিক ফোরাম এবং নন ডিপার্টমেন্টাল কিছু ক্লাবের উপর। এর-ই ফলশ্রুতিতে গ্রীন ফর পিস এর মতো একটি প্রাচীন সংগঠনের কার্যক্রমে ভাটা পরে। যা এখনো চলমান বলা যায়। আমাদের একমাত্র উদ্দেশ্য থাকবে কিভাবে এই প্রাচীন সংগঠনকে পুনরায় উজ্জীবিত করে এর কার্যক্রমকে নতুন উদ্যমে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সে লক্ষ্য নিয়েই আমরা আগাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *