চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আন্ত:হল ভলিবল টুর্নামেন্ট শুরু

v2

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চার বছর পর আবার শুরু হয়েছে আন্ত:হল ভলিবল টুর্নামেন্ট-২০১৬। গতকাল ৪ফেব্রুয়ারি বৃহষ্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভলিবল গ্রাউন্ডে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন আবাসিক হলের প্রাধ্যক্ষগণ, ছাত্রকল্যাণ সহ-পরিচালক অধ্যাপক ড. মইনুল ইসলাম ও শারীরিক শিক্ষা অফিসার নির্মল বড়ুয়া। টুর্নামেন্টে বঙ্গবন্ধু হল, শহীদ মো. শাহ্ হল, শহীদ তারেক হুদা হল ও ড. কুদরত-ই-খুদা হলের চারটি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে গতকাল মুখোমুখি হয় শাহ্ হল ও কুদরত-ই-খুদা হল। এতে ২-১ সেটে কুদরত-ই-খুদা হলকে পরাজিত করে শাহ্ হল। টুর্নামেন্টে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় প্রথম ও দ্বিতীয় দলকে নিয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এদিকে বেশিরভাগ শিক্ষার্থীর মতে, টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল গড়ে শিরোপার দৌড়ে এগিয়ে থাকতে পারে শহীদ মো. শাহ্ হল। দলটির অধিনায়ক শুভঙ্কর বালা সুমন বলেন, নিয়মিত ভলিবল খেলায় আমাদের টিমমেটদের সবাই পারদর্শী। আশা করি এবারের আসরে শিরোপাটা শাহ্ হলে নিয়ে যেতে পারবো।

তারিখ: ৫.২.’১৬