তানবির আহমেদঃ
সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীদের নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দুনিয়ার মুসলিম, এক হও এক হও, আল কুরআনের অপমান, সইবে না রে মুসলমান, পালুদানের ওই হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও, আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো ইত্যাদি স্লোগানে মুখরিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন।
সমাবেশে শিক্ষার্থীরা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কোরআন অবমাননাসহ ইসলামবিদ্বেষী সব কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর আহ্বান জানান এবং কোরআন পোড়ানোর ঘটনায় জড়িত ডেনিশ রাজনীতিবিদ রাসমাস পালুদানকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের মুখোমুখি করারও দাবি জানান।
উল্লেখ্য, সুইডেনের রাজধানীতে গত শনিবার (২১ জানুয়ারি) তুরস্কবিরোধী বিক্ষোভ করে উগ্র কট্টরপন্থি সমর্থকরা। বিক্ষোভে তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনা ঘটে।