চুয়েটে স্নাতক ১ম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু আগামীকাল

গোলাম মোস্তফা তানিম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক ১ম বর্ষের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামীকাল ৯ই এপ্রিল (বুধবার) থেকে। এদিন সকাল ৯টা ৩০ থেকে বিকেল ৩টা ৩০ পর্যন্ত চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে প্রথম পর্যায়ের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

গত ১লা ফেব্রুয়ারি স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৯ই ফেব্রুয়ারি এর ফলাফল প্রকাশিত হয়। উক্ত ফলাফলের ভিত্তিতে ১ম বর্ষের স্নাতক কোর্স ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম পর্যায়ে ক-গ্রুপ মেধাক্রম ১-১৫০০, খ-গ্রুপ মেধাক্রম ১-১০০ ও সংরক্ষিত আসনে পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী (উপজাতি) মেধাক্রম ১-২১ পর্যন্ত নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রমে অংশগ্রহণের জন্য বলা হয়েছে।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও ১ম পর্যায়ে ভর্তির পর ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসন সংখ্যা (প্রযোজ্য ক্ষেত্রে) এবং তদানুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা আগামী ১৩ই এপ্রিল (রবিবার) এর মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েব সাইটে (https://admissioncuet.ac.bd) দেয়া হবে।

উল্লেখ্য, নির্বাচিত প্রার্থীকে অবশ্যই নির্ধারিত দিনে ভর্তি কার্যক্রমে উপস্থিত থাকতে হবে। কোনো প্রার্থী অনুপস্থিত থাকলে তিনি ভর্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *