সাঈদ চৌধুরীঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর পুরকৌশল ও পানিসম্পদকৌশল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন “আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স (এএসসিই) স্টুডেন্ট চ্যাপ্টারের ২০২২-২৩ সেশনের কমিটি ঘোষণা করা হয়েছে।
সংগঠনটির ৩য় কার্যনির্বাহী এই পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন জুশান আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুমতাহিনা আলম মুমু।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আয়শা আখতারের তত্ত্বাবধানে ২৮জানুয়ারি নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো সেলিম হোসেন, মাহমুদা আক্তার বান্না সহ-সম্পাদক হিসেবে গোলাম মুরাদ, ফারজিয়া আহমেদ রাফা এবং কোষাধ্যক্ষ হিসেবে নাঈমুল ইসলাম অনিক নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সম্পাদকমন্ডলীতে জয়লাভ করেছেন, ইকবাল মাহমুদ (সম্পাদক-বিজ্ঞাপন), আশিক আহমেদ খান (সম্পাদক-আর্কাইভ), দেবাশীষ বিশ্বাস (সম্পাদক-প্রকাশনা), আমিনুল ইসলাম (সম্পাদক-সৃজনশীল উদ্ভাবন), জুহায়ের মাহতাব (সম্পাদক- আয়োজন ও ব্যবস্থাপনা) এবং আসহাব লাবিব (সম্পাদক- গ্রাফিকস)।
অপরদিকে, তৃতীয় বর্ষের ব্যাচ প্রতিনিধি মোঃ রেজাউল হক তানভীর, দ্বিতীয় বর্ষের ব্যাচ প্রতিনিধি ইতমাম ওবায়েদ সামিন, কার্যনির্বাহী সদস্য বিশ্বরূপ গোস্বামী (০১), আবদুল ওয়াদুদ শিমুল (০২) পদে দায়িত্ব পেয়েছেন।

এর আগে গত ১৫ জানুয়ারি ২০২৩ ভোটার তালিকা প্রকাশ করেন সংগঠনটির বিদায়ী কমিটির সহ-সভাপতি সোহেল শাহরিয়ার, এই নির্বাচনে সংগঠনটির ‘১৮ থেকে ‘২০ ব্যাচের নিবন্ধিত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নির্বাচনের জন্য ১৮-২০ জানুয়ারি মনোয়নপত্র দেয়া হয় এবং যাচাই বাছাই শেষে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয় ২৫ জানুয়ারি ২০২৩।
সদ্য বিদায়ী কমিটির সভাপতি এস.এম রুম্মান জানান, আগামী ২০ মার্চ ২০২৩ তারিখে নবনির্বাচিত পর্ষদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করার কথা রয়েছে।
আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ার্স ১৭৭ টি দেশে সিভিল ইঞ্জিনিয়ারিং পেশার দেড় লক্ষের বেশি পেশাজীবী সদস্যের প্রতিনিধিত্ব করে। ১৮৫২ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম ইঞ্জিনিয়ারিং সোসাইটি। শিক্ষার্থীদের পেশাজীবনের জন্য প্রস্তুত করতে ও তাদের দক্ষতা বৃদ্ধি করতে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট চ্যাপ্টার পরিচালনা করে আসছে।