আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের নতুন কমিটি ঘোষণা

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

আন্তর্জাতিক টেকনিক্যাল প্রফেশনালদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) চুয়েট স্টুডেন্ট শাখার বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। গত ২৯শে সেপ্টেম্বর (রবিবার) চুয়েট আইটি বিজনেস ইনকিউবেটরের অডিটোরিয়ামে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদায়ী সভাপতি সাফিন হোসেন এবং সাধারণ সম্পাদক ইফতেখার ইবনে জালাল ২০২৪-২০২৫ মেয়াদের নতুন কমিটি ঘোষণা দেন। পাশাপাশি আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এফিনিটি গ্রুপের নতুন কমিটি ঘোষণা করেন বিদায়ী সাধারণ সম্পাদক মাইশা ফারজানা ।

নতুন কমিটিতে আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের চেয়ার পদে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ মিরাজ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই বর্ষের শাহরিয়ার মাহমুদ সাদী। এছাড়াও ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটির ভাইস চেয়ার (অ্যাডমিন) হিসেবে সৃজিতা ধর, ভাইস চেয়ার (টেকনিক্যাল) জয়ন্ত দাস জয়, ভাইস চেয়ার (অপারেশন) কারিব জাওয়াদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে সামিন সালসাবিল ও ট্রেজারার হিসেবে সাদিক ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।

আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং এফিনিটি গ্রুপের চেয়ার পদে নির্বাচিত হয়েছেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দিবা চৌধুরী, সাধারণ সম্পাদক হয়েছেন একই বর্ষের উমামা জান্নাত এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সায়মা সুলতানা চৈতি।

আইইইই ইঞ্জিনিয়ারিং ইন মেডিসিন অ্যান্ড বায়োলজিকাল সোসাইটির চেয়ার পদে রাগিব ইশরাক প্রিন্স এবং সাধারণ সম্পাদক মো: আরাফাত নির্বাচিত হয়েছেন। আইইইই রোবটিক্স ও অটোমেশন সোসাইটির চেয়ার পদে নীল মাধব দাস পার্থ ও সাধারন সম্পাদক ফাতেমা তুজ জোহরা সামিন নির্বাচিত হন। আইইইই সিগন্যাল প্রসেসিং সোসাইটির চেয়ার পদে তানজিম তাহমিদ রেজা এবং সাধারণ সম্পাদক পদে ইসরাত জাহান মুনা নির্বাচিত হন। 

উক্ত সভায় আরো দুটি নতুন চ্যাপ্টারের যাত্রা শুরু হয়। চ্যাপ্টার দুটি হল- আইইইই পাওয়ার এন্ড এনার্জি সোসাইটি চুয়েট চ্যাপ্টার এবং  আইইইই ফোটোনিক সোসাইটি চুয়েট চ্যাপ্টার। আইইইই পাওয়ার এন্ড এনার্জি সোসাইটির চেয়ার পদে নূর-ই- জান্নাত হোসেন আরজু এবং আইইইই ফোটোনিক সোসাইটির চেয়ার পদে ইসমাইল হোসেন মারুফ নির্বাচিত হয়েছেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের উপদেষ্টা ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. নূর মোহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন একই বিভাগের অধ্যাপক এবং বায়োমেডিকেল কৌশল বিভাগের প্রধান  ড. নিপু কুমার দাশ এবং আইইইই বাংলাদেশ বিভাগের চেয়ার ও কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক।

 এ সভায় আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ কর্তৃক আয়োজিত “ফেস দ্যা কেস ৪.০” এর আয়োজক কমিটির সম্মাননা প্রদান করা হয়।

 অধ্যাপক ড. নূর মোহাম্মদ সভায় শিক্ষার্থীদের প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান এবং এ ধরনের সৃজনশীল কাজ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান।  এ ধরনের কাজ নতুন শিক্ষার্থীদের টেকনিক্যাল দক্ষতায় অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। নতুন দুটি চ্যাপ্টারের পথচলা নিয়েও তিনি উছ্বাস প্রকাশ করেন । তিনি আরও বলেন, সংগঠনটি অনেক দূর এগিয়ে গেছে এবং পর্যাপ্ত সহযোগীতা পেলে তারা অবশ্যই চুয়েটকে অনেক ভালো কিছু উপহার দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *