চুয়েটে যাত্রা শুরু করলো আন্তর্জাতিক সংগঠন অ্যাসরে

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক সংগঠন আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং, এবং এয়ার-কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স (অ্যাসরে)। গত ১১ই অক্টোবর (শুক্রবার) নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে চুয়েটে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মৃন্ময় রয় রনি ও সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী শিহাব শাহরিয়ার।

এছাড়াও ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পৃথ্বী সাহা, সাংগঠনিক সম্পাদক মো. তানভীর শাহরিয়ার, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রিফাত জামান, কোষাধ্যক্ষ জুবায়ের সিনদীদ, মিডিয়া ও প্রকাশনা সম্পাদক তানবির আহমেদ চৌধুরী ফাহিম, আইটি ও ডিজাইন সম্পাদক মো.রেদওয়ান হাসান রাফি, পাবলিক রিলেশন সম্পাদক তৌফিক মাহমুদ, গবেষনা সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মোতাকাব্বির দায়িত্ব পালন করেন। তাঁরা সবাই যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সংগঠনটি উপদেষ্টা পরিষদে রয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, ড.বদিউস সালাম, ড.জামাল উদ্দীন আহমেদ, ড.কাজী আফজালুর রহমান, ড.আবু সাদাত মোহাম্মদ সায়েম, ড.সজল চন্দ্র বণিক,  ড.প্রসেনজিৎ দাস ও সহযোগী অধ্যাপক মো. আমিনুল ইসলাম। সংগঠনটির মডারেটরের দায়িত্বে রয়েছেন যন্ত্রকৌশল বিভাগের প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।

সংগঠনটির সভাপতি মৃন্ময় রায় রনি চুয়েট নিউজকে বলেন, অ্যাশরে প্রথমবারের মতো চুয়েটে তাদের কার্যক্রম শুরু করেছে। সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণায় আগ্রহী হবে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে পেশাগত দক্ষতা অর্জন করার সুযোগ পাবে। শিক্ষার্থীদের গবেষণাক্ষেত্রে আগ্রহী করে তুলতে আমরা বিভিন্ন কর্মশালা এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করবো।

অ্যাসরে (আমেরিকান সোসাইটি অফ হিটিং, রেফ্রিজারেটিং এবং এয়ার-কন্ডিশনিং ইঞ্জিনিয়ার্স) একটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক  সংগঠন যা বিল্ডিং এবং শিল্পের জন্য পরিবেশ বান্ধব, শক্তি-দক্ষ, এবং আরামদায়ক এইচভিএসি (হিটিং, ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং) সিস্টেমগুলির বিকাশ এবং গবেষণার জন্য নিবেদিত। ১৮৯৪ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনটির প্রাথমিক লক্ষ্য হলো ভবনগুলির ভিতরে কার্বন নিঃসরণ কমানো এবং একটি টেকসই ভবিষ্যত নিশ্চিত করা। অ্যাসরে সদস্যদের গবেষণা, প্রকাশনা, প্রশিক্ষণ এবং এইচভিএসি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযুক্তিগত মান তৈরির সুযোগ দেয়। স্টুডেন্ট চ্যাপ্টারের মূল উদ্দেশ্য হল এইচভিএসি, বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এবং এনার্জি ম্যানেজমেন্টে শিক্ষার্থীদের জ্ঞান বৃদ্ধি করা,পরিবেশ বান্ধব প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *