জোরপূর্বক বিবৃতি আদায় দাবি করে সমন্বয়কদের বিবৃতি প্রত্যাখ্যান চুয়েট শিক্ষার্থীদের

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

ডিবি অফিস থেকে দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল কার্যক্রম প্রত্যাহারের ঘোষণা দেন ৬ সমন্বয়ক। তাঁদের এই ঘোষণা প্রত্যাখান করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। ২৯ জুলাই, রবিবার দিবাগত রাত ১ টার দিকে এ ঘোষনা দেন তারা।

জানা যায়,রবিববার রাতে ডিবি অফিস থেকে ৬ সমন্বয়কের দেওয়া এক লিখিত ও ভিডিও বার্তায় আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এ ছাড়া সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানানো হয় লিখিত বার্তায়। এছাড়াও, কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার ঘটনার নিন্দা জানান ৬ সমন্বয়ক। লিখিত বার্তায় সই করেন, মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাস্সুম। ৬ সমন্বয়কের এই ঘোষণা প্রত্যাখান করে রাতে বিবৃতি দেন চুয়েট শিক্ষার্থীরা।

বিবৃতিতে বলা হয়, জিম্মি করে অস্ত্রের মুখে হাতে স্ক্রিপ্ট ধরিয়ে যে বিবৃতি দেওয়া হয়েছে তা এদেশের ছাত্রসমাজ প্রত্যাখান করেছে। এছাড়াও নৃশংস হত্যাকন্ডের বিচার চাওয়া ও চলমান হেনস্থার সুষ্ঠু জবাব চান তারা। আন্দোলন চলমান রাখার ব্যাপারেও মত প্রকাশ করেন তারা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ রাফসান বিন আলী বলেন, অস্ত্রের মুখে, প্রশাসনের চাপে এই ধরনের বিবৃতি ভিত্তিহীন। এমন ভয় দেখিয়ে, মৃত্যুর হুমকি দিয়ে এই ছাত্রসমাজকে আটকানো যাবে না। তাই আমরা চুয়েটের সকল সাধারণ শিক্ষার্থী এই বিবৃতি প্রত্যাখ্যান করে, অতি ক্ষুদ্র সময়ের মধ্যে আমাদের শহীদ ভাই-বোনদের নৃশংস হত্যার বিচার চাই।

উল্লেখ্য, গত ০৫ মে সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধাসহ অন্য কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ মোট ৫৬ শতাংশ কোটা বহাল থাকছে। বিষয়টিকে বৈষম্য আখ্যা দিয়ে এরই প্রতিবাদে দেশজুড়ে কোটা সংস্কার আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। পরবর্তীতে, আপিল বিভাগে এই রায় বাতিল করা হয় এবং মেধার ভিত্তিতে ৯৩%, প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিসত্তা ১% করে এবং মুক্তিযোদ্ধা কোটা ৫% করে পরিপত্র জারি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *