চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছায়া জাতিসংঘের ২০২৪-২৫ মেয়াদের নতুন কার্যকরী কমিটি ঘোষিত হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর (সোমবার) ভার্চুয়াল প্লাটফর্মে সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে ইলেকট্রনিক এবং টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুজাত মোবাশ্বেরা এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাইসিরুল মুক্তাদি দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে তানযীম তাহমীদ রেজা (এডমিন), মোঃ মাঈনুল ইসলাম (টেকনিক্যাল), রিফাত জামান (ডেলিগেট), জোহায়ের মাহতাব (লজিস্টিক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাফিজুল আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে সাবিক আফতাহি মনোনীত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা চুয়েটের এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, মডারেটর অধ্যাপক সঞ্জীব রয় এবং বিদায়ী কমিটির সদস্যরা।
ছায়া জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে নবনির্বাচিত সভাপতি নুজাত মোবাশ্বেরা বলেন, চুয়েট ছায়া জাতিসংঘের অগ্রযাত্রাকে যেন আরও বেগবান করতে পারি এবং আন্তর্জাতিক পরিমন্ডলে চুয়েটকে সুপরিচিত করতে পারি, তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো৷ এ পথচলায় সবার সহযোগিতা একান্ত কাম্য৷ আমি মনে করি এ সংগঠনটি বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছায়া জাতিসংঘ অনুশীলনের পথিকৃৎ। এই ছাত্র-কেন্দ্রিক সংঘের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মাঝে কূটনীতি চর্চার মাধ্যমে তাদের দক্ষতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো।
উল্লেখ্য, সংগঠনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতিবছর আন্ত:বিভাগ সভা ও আন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সম্মেলনের মতো নানান আয়োজন করে আসছে।