চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, এলামনাইদের ফেসবুক গ্রুপ চুয়েট আড্ডাবাজ বয়কট ঘোষণা করেছে সাধারণ শিক্ষার্থীরা।জানা যায়, পক্ষপাত এবং স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষার্থীরা গ্রুপটিকে বর্জন করার সিদ্ধান্ত নেয়।
ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সাদমান রহমান অনন্ত জানান, “চুয়েটকে রিফর্ম করার পাশাপাশি চুয়েট আড্ডাবাজের বায়াসিং এবং স্বেচ্ছাচারিতা থেকে আমাদেরকে বেড়িয়ে আসা জরুরী৷ এখানে অ্যাডমিন প্যানেলে একই রকম মানুষ বাসা বেঁধে আছে৷ প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীদের উন্মুক্ত মতামতকে তারা এখন পর্যন্ত এক্সেপ্ট করছে না৷ দেশ সংস্কার হলেও তারা নিজেদের বায়াসিং অবস্থান সংস্কার করতে পারেনাই ৷ প্রো-ভিসির মত একজন মানুষ এখনো যেখানে অ্যাডমিন, সেখানে আর কিছুই বলার থাকেনা। এমনকি চুয়েট শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সময়ে এই গ্রুপ পজ করে রাখা হয়েছে। এখানে যে পরিমাণ চাটুকারি আচরণ সবাই লক্ষ্য করেছে এটা কোনো ভাবেই কাম্য ছিলো না।”
১৯ ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, চুয়েট আড্ডাবাজ গ্রুপে সাধারণ শিক্ষার্থীদের দাবী হিসেবে ৩ দফা দেয়া হলে এই পোস্ট এপ্রুভ করা হয়না। এছাড়া বিভিন্ন সময়ে এই গ্রুপের এডমিন প্যানেল নিয়ে বিতর্ক আছে এবং গ্রুপে সাধারণ শিক্ষার্থীদের পোস্ট এপ্রুভ না হওয়ায় এই গ্রুপের বিকল্প গ্রুপ খোলার দাবীতে চুয়েট আড্ডাবাজকে আমরা সাধারণ শিক্ষার্থীরা বয়কটের ডাক দিয়েছি।
এছাড়াও চুয়েট সংস্কারের অংশ হিসেবে চুয়েটের বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষকদের জন্য ‘Reform CUET’ নামে একটি নতুন গ্রুপ খুলেছে শিক্ষার্থীরা। চুয়েট আড্ডাবাজ এর বিকল্প এই গ্রুপটিতে ক্যাম্পাস কেন্দ্রিক নানাবিধ সমস্যা নিয়ে কথা বলতে এলামনাই, শিক্ষক, শিক্ষার্থী কেউ যাতে বাধাগ্রস্ত না হয় সেই আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে এলামনাইদের পক্ষ থেকে শাকিল ইকবাল বলেন, চুয়েটের বিভিন্ন সমস্যা নিয়ে সাধারণ ছাত্রদের পোস্টসমূহ চুয়েট আড্ডাবাজ গ্রুপে অ্যাপ্রুভ করছে না। শুধু তাই নয়, গ্রুপ পজ করে রেখে দিয়েছিলো যাতে করে শিক্ষার্থীরা সেখানে কথা বলতে না পারে। এটা চুয়েটের সাধারণ ছাত্রদের মত প্রকাশের একটি প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল যেটি ব্যর্থ হয়েছে। তাই এই গ্রুপের বিকল্প হিসেবে একটি গ্রুপের দরকার ছিল। সাধারণ শিক্ষার্থীদের অনেকেই এই উদ্যোগ গ্রহন করার জন্য যোগাযোগ করতেছিলেন। তাই চুয়েট আড্ডা বাজের বিকল্প হিসেবে রিফর্ম চুয়েট নামে গ্রুপটি খোলা হয়েছে। গ্রুপের নাম নিয়ে যদি কারো পরামর্শ থাকে তা আলোচনার মাধ্যমে পরিবর্তনের পরিকল্পনা আমাদের আছে।