কিউএস র‍্যাঙ্কিংয়ে দেশের মধ্যে পঞ্চম অবস্থানে চুয়েট

তানভীর আহমাদঃ

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস (কোয়াকোয়ারেলি সাইমন্ডস) প্রকাশিত ২০২৫ সালের ওয়ার্ল্ডস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-এ বাংলাদেশ প্রেক্ষিতে পঞ্চম স্থান অধিকার করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। গত ৪ঠা জুন ২০২৪(মঙ্গলবার) এই র‍্যাংকিং প্রকাশিত হয়।

মঙ্গলবার প্রকাশিত উক্ত তালিকায় দেখা যায় বাংলাদেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ে এ শীর্ষস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাবি সহ দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ ৫ এ জায়গা করে নিয়েছে  বুয়েট ও চুয়েট। আরো জানা যায়, বৈশ্বিকভাবে উক্ত র‍্যাঙ্কিংয়ে এ চুয়েটের অবস্থান ১২০১-১৪০০’র মধ্যে রয়েছে।  ঢাকা বিশ্ববিদ্যালয় ৫৫৪ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ৭৬১-৭৭০ এর মধ্যে অবস্থান করার মাধ্যমে যথাক্রমে দেশের প্রথম ও দ্বিতীয়তে রয়েছে।  কিউএস র‍্যাঙ্কিং ২০২৫ এ দেশের ২৫ টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এদের মধ্য ১৩ টি সরকারি ও বাকি ১২ টি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়। 

কিউএস র‍্যাঙ্কিংয়ের সূচকগুলো হলো একাডেমিক খ্যাতি, শিক্ষকপ্রতি গবেষণা-উদ্ধৃতি, কর্মসংস্থান,  চাকরির বাজারে সুনাম,  শিক্ষক-শিক্ষার্থী অনুপাত , আন্তর্জাতিক শিক্ষক অনুপাত , আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক,  আন্তর্জাতিক শিক্ষার্থী অনুপাত ও স্থায়িত্ব ৷ এতে চুয়েট এর অর্জন যথাক্রমে ৮.৯%, ৫.১%, ৪.২%, ১২.৪%, ৮.৩%, ১.৪%, ৬.৭% এবং ১%।

উল্লেখ্য যে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‍্যাঙ্কিংয়ে ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের সঙ্গে যৌথভাবে ‘সেরা বিশ্ববিদ্যালয়ের’ তালিকা প্রকাশ করছিল। ২০১০ সালে আলাদা হয়ে যায় কিউএস। বিশ্ববিদ্যালয়  র‍্যাঙ্কিংয়ে এ অন্যতম জনপ্রিয় কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে। ২০০৯ সাল থেকে প্রতি বছর প্রকাশিত কিউএস ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে আসছে।এবারের র‍্যাংকিং এ বিশ্বের ১০৬টি স্থানের মোট ১৫০০ সেরা বিশ্ববিদ্যালয় ঘোষণা করেছে কিউএস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *