চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

সাইকা শুহাদা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর স্নাতক ১ম বর্ষ (লেভেল-১) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ২৪ শে জানুয়ারি অথবা ২৫ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আজ ২৭ নভেম্বর (বুধবার) বিকালে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভাকক্ষে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে গঠিত ভর্তি কমিটির এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। চলতি শিক্ষাবর্ষে চুয়েট একক ভর্তি পরীক্ষা নিবে বলে জানা যায়।

এবিষয়ে জানতে চাইলে মেকানিক্যাল এন্ড ম্যানুফেকচারিং ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান চুয়েটনিউজ২৪ কে বলেন, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য ভর্তি কমিটি গঠন করা হয়েছে। কমিটি খুব শীঘ্রই ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করবেন। আগামী ২৪ জানুয়ারি অথবা ২৫ জানুয়ারি তারিখ এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়াও আবেদনের যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি জানানো হবে।

ইতোপূর্বে করোনা পরবর্তী সময়ে ২০২০-২০২১ শিক্ষাবর্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ পর্যন্ত দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হয়। প্রকৌশল গুচ্ছে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় তিনটি হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। এবারের ভর্তি পরীক্ষায় প্রকৌশল গুচ্ছ থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *