চুয়েটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আসাদুল্লাহ গালিব:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রকৌশল গুচ্ছ ভেঙে যাওয়ায় এবার স্নাতক প্রথম বর্ষে এককভাবে ভর্তি পরীক্ষা নিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারী (শনিবার) গ্রুপ ‘ক’ এবং গ্রুপ ‘খ’ এর জন্য গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের উপর ৫০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং গ্রুপ এর স্থাপত্য বিভাগের জন্য অতিরিক্ত ২০০ নম্বরের মুক্ত হস্তে অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত মুক্তহস্ত অঙ্কন অনুষ্ঠিত হবে।

অনলাইনে আবেদন গ্রহন শুরু হবে ৫ জানুয়ারি ২০২৫ ইং (রবিবার) সকাল ৯টা থেকে এবং আবেদন গ্রহণ শেষ হবে ১৮ জানুয়ারি (শনিবার) রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদনের ক্ষেত্রে উচ্চমাধ্যমিক/ আলিম/ সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, গণিত, রসায়ন ও ইংরেজি বিষয় মিলিয়ে ন্যূনতম গ্রেড পয়েন্ট ১৭.৫ থাকলে থাকতে হবে। বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে। আবেদনকারীদের মধ্য থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০ হাজার যোগ্য প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

উল্লেখ্য, চুয়েটে স্নাতক পর্যায়ের বিভিন্ন অনুষদের ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের মোট ১২টি ডিপার্টমেন্টের অধীনে ৯২০ টি আসন রয়েছে এবং রাখাইন সম্প্রদায়ের জন্য ০১ টি পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর (উপজাতি) জন্য ১০ টি সহ অতিরিক্ত ১১ টি আসন সংরক্ষিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *