একজন চুয়েট শিক্ষার্থীর বাবাকে বাঁচাতে এগিয়ে আসুন

মোহাম্মদ ফাহিম রেজা:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের (১৯’ ব্যাচ) শিক্ষার্থী নাহিদ আলম নুরের বাবা দীর্ঘদিন যাবত পাকস্থলীর ক্যান্সার রোগে আক্রান্ত। কিছুদিন আগে নাহিদ একটি মাইনর ব্রেইন স্ট্রোক করে৷ যার দরুণ, তার পরিবার বিশাল আর্থিক ধাক্কা খায়৷ এখন, এই স্টেজ ৩ ক্যান্সারকে সামাল দেওয়ার মতো আর্থিক অবস্থা, নাহিদের পরিবারের নেই।

ইতিমধ্যে নাহিদ ও তার বন্ধুরা তার বাবার জন্য একটা ফান্ড কালেকশনের উদ্যোগ নেয় কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারনে মোট খরচের তিন ভাগের এক ভাগ টাকা উঠেছে ৷ কিছুদিন আগে তার পরিবারের যে সামর্থ ছিল তা দিয়ে নাহিদের ব্রেন স্ট্রোকের চিকিৎসা করানো হয়। 

এখন পরিবারের সামর্থের যে অংশ বাকি ছিল তা সহ যে ফান্ড কালেকশন করা হয়েছে তা দিয়ে নাহিদের বাবার চিকিৎসা চলছে এবং চিকিৎসা শেষের দিকে। চিকিৎসা সম্পূর্ণ করতে আরো টাকার প্রয়োজন। 

নাহিদের পক্ষ থেকে জানানো হয় তার বাবার পাকস্থলীর ক্যান্সার ফাইনাল স্টেজে নির্ণীত হয়। প্রথমে তারা  অপারেশনের ফান্ডের জন্য ক্যাম্পেইনটি শুরু করেছিলো । কিন্তু দেশের চলমান পরিস্থিতি এবং ইন্টারনেট শাটডাউনের কারণে তা বন্ধ হয়ে যায়। 

পরবর্তীতে আরও কিছু টেস্ট করার পর ডাক্তার জানিয়েছে এই ক্যান্সার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং অপারেশন করলেও পুরোপুরি সুস্থ করা সম্ভব না৷

এমতাবস্থায় ডাক্তার ক্যামোথেরাপির জন্য নির্দেশনা দিয়েছেন। এতোদিন পর্যন্ত সঞ্চিত অর্থ দ্বারা চিকিৎসা এগিয়ে নিয়েছে। কিন্তু বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধের দিকে। তাছাড়া  দেশের অর্থনৈতিক মন্দার জন্য নাহিদের মা তাঁর বেতনের টাকা তুলতে পারছে না। এমতাবস্থায় তার বাবার চিকিৎসা পাওয়া একদমই সংকটাপন্ন। 

তাই নাহিদের অসুস্থ বাবার চিকিৎসা সম্পূর্ণ করতে তার পরিবার সকলের সহযোগিতা কামনা করছে।

Mobile Banking:

Bkash :

Nahid(EEE): 01308428064 

Nagad: 

Nahid(EEE): 01308428064 

Rocket: 

Nahid(EEE): 01308428064 

Bank Account:

Dutch Bangla bank 

Name: Nahid Alom Nur 

Account No:1271050208713 

Branch : Barisal

Sonali Bank Account: 

Name: MD. MOSTOFA WASHIF 

Bank Acc: 0818501000792 

Branch: CUET 

Branch Code: 08185

যেকোনো প্রয়োজনেঃ 

Contact: 

Rifat: 01727456478 

Talha: 01882191201 

Maruf: 01876420894 

Sadee: 01675822346

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *