আসহাব লাবিবঃ
আগামী ১৭-১৮ মে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হবে পুরকৌশল সম্পর্কিত কনক্রিট মিক্স ডিজাইন প্রতিযোগিতা “২৪ ঘন্টা কংক্রিট কিউব প্রতিযোগিতা”। এই প্রতিযোগিতাটির আয়োজন করছে বিশ্ববিদ্যালয়ের সংগঠন আমেরিকান কনক্রিট ইনস্টিটিউট (এসিআই) স্টুডেন্ট চ্যাপ্টার, চুয়েট।
বাংলাদেশে প্রথমবারের মতো কনক্রিট মিক্স ডিজাইন সংক্রান্ত এই প্রতিযোগিতায় চুয়েটের মোট ১৮০জন শিক্ষার্থীর ৪৬ টি দল রেজিস্ট্রেশন করে। কনক্রিটকে আরো বেশি মজবুত করার শর্তে শিক্ষার্থীরা নিজেদের মিক্স ডিজাইনের রিপোর্ট জমা দেয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রাথমিক বাছাই করা হয় ও ২৪ টি দলকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়।
এসিআই, স্টুডেন্ট চাপ্টার চুয়েটের সভাপতি আবু জাফর গিফারী সাগর প্রতিযোগিতাটি সম্পর্কে বলেন, শিক্ষার্থীর কনক্রিটের বিষয়বস্তুর প্রতি আরো বেশি আগ্রহী করার উদ্দেশ্যে উক্ত প্রতিযোগিতার আয়োজন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে অংশগ্রহনকারীরা একই সাথে টেকসই কনক্রিটের উন্নত মিক্স ডিজাইন সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে তার পাশাপাশি প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে নিজেদের ডিজাইনকৃত কনক্রিট কাস্টিং এবং টেস্টিং করার মাধ্যমে তাত্ত্বিক ধারণার পাশাপাশি ব্যবহারিক পর্যবেক্ষণ করার সুযোগ পাবে। আমরা আশা করছি যে ,শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাভাবনা করার ক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের প্রতিযোগিতা উল্লেখযোগ্য অবদান রাখবে।
জানা যায়, দুইদিন ব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতাটি প্রথম দিনে শিক্ষার্থীরা জমাকৃত রিপোর্ট অনুযায়ী কনক্রিটের ঘনক তৈরি করবেন এবং এর একদিন পরে ঘনক গুলো শুকিয়ে গেলে সেগুলোর দৃঢ়তা পরীক্ষা করা হবে। যাদের ঘনকসমূহ সবচেয়ে বেশি দৃঢ়, পরিবেশবান্ধব ও সাশ্রয়ী হবে তাদের মধ্য থেকে তিনটি বিজয়ী দলকে পুরস্কৃত করা হবে।
উল্লেখ্য যে প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতায় আছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং বিজয়ীদের পুরস্কার হিসেবে প্রায় বিশ হাজার টাকা প্রদানের কথা রয়েছে।