‘সিভিল ডে’ কালঃ বর্ণীল সাজে সেজেছে চুয়েট


রাফাত হাসান দিগন্তঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামীকাল বৃহস্পতিবার দিনব্যাপী ‘সিভিল ডে’ উদযাপিত হবে। এছাড়াও এদিন পুরকৌশল বিভাগের ‘১৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পুরকৌশল বিভাগের শিক্ষার্থীরা পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে রঙ্গিন সাজে সজ্জিত করেছে।

আগামীকাল সকাল ১০টা ৪০ মিনিটে পুরকৌশল বিভাগ থেকে সিভিল ডে উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে পর্দা উঠবে দিনব্যাপী এ অনুষ্ঠানমালার। অনুষ্ঠানমালায় আরো রয়েছে মেকানিক্স অলিম্পিয়াড ও টেকনিক্যাল সেমিনার।

অতঃপর বিকেল সাড়ে তিনটায় পুরকৌশল বিভাগের ‘১৩ ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান শুরু হবে। এছাড়াও দিনটিকে স্মরনীয় করতে বিকেলে শিক্ষার্থীরা আতশবাজি নিয়ে মেতে থাকবে। সবশেষে সন্ধ্যা সাতটায় শুরু হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। নেচে গেয়ে পুরকৌশলের শিক্ষার্থীরা মাতিয়ে তুলবে চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়াম।

এ সম্বন্ধে জানতে চাইলে পুরকৌশল বিভাগের ‘১৪ ব্যাচের শিক্ষার্থী শুভম দাস বলেন, পড়াশোনাসহ বিভিন্ন কারণে সিভিল ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে এক গভীর সম্পর্কের সৃষ্টি হয়েছে। কাল তাদের বিদায় অনুষ্ঠান। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো দিনটি স্মরনীয় করে রাখতে।
তারিখঃ ১৮/০৭/২০১৮ ইং।