জমে উঠেছে ডঃ কুদরত-ই-খুদা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর

12342727_545677178931574_4416475060314798069_n

 চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

রুমের আড্ডায়, ডাইনিং এ খাবারের টেবিলে ,টিভি রুমে ,কাসেম মামার দোকানে কিংবা  ক্যান্টিনের  আড্ডায়  যেখানেই  ডঃ কুদরত-ই-খুদা  হলের শিক্ষার্থী সেখানেই আড্ডার বিষয়বস্তু যেন  একটাই হয়ে  দাড়িয়েছে । আর  হবেই বা না কেন  এখন যে চলছে  কুদরত-ই-খুদা প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর  (কিউপিএল  সিজন-২) । আর  এটা নিয়েই  এখন উৎকণ্ঠা,  কে হতে হচ্ছে এবারের কিউপিএল চ্যাম্পিয়ন?

গতবারের মত এবারও লড়াইয়ে নামছে চারটি টিম ,তবে শুধু নাম বদল করে ভাইরাস রেখেছে গতবারের  চ্যাম্পিয়ন    টিম ডি কমপ্লেক্স। বাকি তিনটি টিম এর নাম দি সিভিল ওয়ারিয়র্স, কিক অ্যাস ও সংশপ্তক ঠিকই  থাকছে। তবে    খেলোয়াড় দলবদল হয়েছে প্রত্যেক দলেই এবং এবারের নতুন সংযোজন টিম ম্যানেজার থাকছে  প্রতিটি দলেই। ইতিমধ্যে    গ্রপ পর্বের সবকটি খেলা শেষ হয়ে গেছে এবং পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় গ্রুপ  পর্ব থেকে ছিটকে পড়েছে দি  সিভিল  ওয়ারিয়র্স । অপরদিকে তৃতীয় অবস্থানে থাকা টিম  সংশপ্তক ইলিমিনেটর  খেলবে দ্বিতীয় অবস্থান থাকা টিম কিক অ্যাস এর সাথে। এদের মধ্যকার জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট  টেবিলের শীর্ষে থেকে সরাসরি ফাইনাল নিশ্চিত করা টিম ভাইরাস এর সাথে।

৩০.১২.২০১৫