চুয়েটে স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

1
সপ্তম স্নাতক গণিত অলিম্পিয়াডের উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম।

চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সপ্তম স্নাতক গণিত অলিম্পিয়াড  আজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণিত সমিতি উদ্যোগে এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় এই অলিম্পিয়াডের চট্টগ্রাম জোনের আয়োজক চুয়েটের গণিত বিভাগ।  এতে ১৫টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে শতাধিক প্রতিযোগী অংশ নেন।
সকালে অলিম্পিয়াডের উদ্বোধন করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো: জাহাঙ্গীর আলম। এ সময় আরো উপস্থিত চুয়েটের উপউপাচার্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল আলম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. আশুতোষ সাহা, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক সাজেদা বানু, বুয়েটের অধ্যাপক ড. আবদুল আলিম, চুয়েটের গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. সুনীল ধর।
উদ্বোধনকালে চুয়েটের উপাচার্য  বলেন, গণিত ছাড়া বিজ্ঞান আর বিজ্ঞান ছাড়া গণিত কল্পনাও করা যায় না। এই দুটির নিবিড় সম্পর্কের মাধ্যমে এগিয়ে যাচ্ছে বিশ্ব।
তারিখ: ১৩.১১.২০১৫