চুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

জেরিন সুলতানাঃ
সড়ক দূর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় চতুর্থ দিনের মতো আন্দোলন করছে শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ ২৫ শে এপ্রিল চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১৫১ তম একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এবং একইসাথে ছাত্রদের আজ ২৫শে এপ্রিল, ২০২৪, বৃহস্পতিবার বিকাল ৫টা এবং ছাত্রীদের আগামীকাল শুক্রবার , ২৬শে এপ্রিল,২০২৪ সকাল ৯টার মধ্যে হল খালি করার নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডীন, ইন্সটিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট এবং ছাত্রকল্যাণ পরিচালক এর সমন্বয়ে এক জরুরি সভার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই সিদ্ধান্ত আসার পর পর ই চুয়েট শিক্ষার্থীরা চুয়েট গোলচত্বরের সামনে শাহ আমানতের আরেকটি বাস জ্বালিয়ে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *