সামিউল আলম ও ফাইয়াজ কৌশিকঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এ উপলক্ষ্যে নানারকম আয়োজনে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস।পরীক্ষার্থীদের স্বাগত জানাতে এবং তাদের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।
চুয়েট ক্যাম্পাস ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে যেন এক নতুন সাজে সজ্জিত হয়েছে। পরীক্ষার্থীদের জন্য এটি শুধুমাত্র একটি পরীক্ষা নয়, বরং ভবিষ্যৎ প্রকৌশলী হওয়ার প্রথম ধাপ। চুয়েট পরিবার পরীক্ষার্থীদের বরণ করে নিতে প্রস্তুত!
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, আঞ্চলিক ও গবেষণাধর্মী সংগঠনগুলো মিলে ক্যাম্পাসের রাস্তাজুড়ে বর্ণিলরুপে করেছে নানা চিত্রাঙ্কণ। এ ধরনের কর্মকান্ডগুলি ক্যাম্পাসকে সৌন্দর্যমণ্ডিত করার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতাকেও তুলে ধরছে।
এ ব্যাপারে অত্র বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তুসার আহমেদ বলেন, ভর্তি পরীক্ষা আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবের মত। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে আসে। আমরা চেষ্টা করি যাতে তাদের কোনো সমস্যা না হয়, তাই স্বেচ্ছাসেবকরা সহ সবাই তাদের সহযোগিতায় নিয়োজিত থাকে। আমরাও রাস্তায় আঁকাআঁকি থেকে শুরু করে বিভিন্ন আপ্যায়নের মাধ্যমে ক্যাম্পাসকে তুলে ধরার চেষ্টা করি।
মূল ফটকের সামনের রাস্তায় অনুষদের লোগো অঙ্কণরত নগর ও পরিকল্পনা বিভাগের ২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জামিল হাসান বলেন, নবীনদের কাছে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে একটু ভিন্নভাবে তুলে ধরতে চাই। যাতে তাদের কাছে পরিবেশটা উৎসবমুখর মনে হয়। প্রাণবন্ত মনে হয়। তাই এত আয়োজন।
উল্লেখ্য, পরীক্ষার্থীদের সহযোগিতার জন্য বিভিন্ন আঞ্চলিক ফোরাম ও সংগঠনসমূহ স্টল স্থাপন করেছে, যেখানে দিকনির্দেশনা, পরীক্ষার হলে যাওয়ার সহায়তা, বিশ্রামের ব্যবস্থা, সুপেয় পানি ও প্রয়োজনীয় তথ্য প্রদান করার ব্যবস্থা রয়েছে। স্বেচ্ছাসেবক শিক্ষার্থীরা পরীক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছেন বলে জানা যায়। যাতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণরত শিক্ষার্থীরা নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিতে পারেন।