জারীন তাসমীন সাবা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ০১ ফেব্রুয়ারি ( শনিবার) অনুষ্ঠিত হয়। এখানে চুয়েট কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবকরা। এটি হয়ে উঠেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এবং সাথে আগত অভিভাবকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা।
ভর্তি পরীক্ষা উপলক্ষে পুরো ক্যাম্পাসে তৈরি করা হয়েছিল বর্ণিল আলপনা, যা এই পরীক্ষাকে উৎসবে পরিণত করে । বিভিন্ন ক্লাব ও আঞ্চলিক সংগঠনের উদ্যোগে স্থাপন করা হয়েছিল আকর্ষণীয় স্টল, যার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদেরকে সার্বিক সহযোগিতা করা হয়।পাশাপাশি ক্লাবসমূহের কার্যক্রম সম্পর্কে অভিভাবক ও শিক্ষার্থীদের জানানো হয়। স্টলগুলোতে ছিল বিভিন্ন প্রদর্শনী, যা চুয়েটের শিক্ষার্থীদের সৃজনশীলতার পরিচয় বহন করে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আগত অভিভাবকদের জন্য বসার স্থানের ব্যবস্থাপনা করেন। ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থীদের এবং তাদের পরিবারের সহযোগিতায় স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ক্যাম্পাসে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের আবাসন এবং রোড গাইড সহ বিভিন্ন দিকনির্দেশনার মাধ্যমে পুরো সময় জুড়ে সহায়তা করেছেন।
এ বিষয়ে একজন অভিভাবক বলেন , “আয়োজনের পরিপাটি ব্যবস্থা এবং শিক্ষার্থীদের আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। ক্যাম্পাসের সৌন্দর্য ও শিক্ষার মান আমাদের মুগ্ধ করেছে।”
অপর একজন অভিভাবক বলেন, “বিভিন্ন ক্লাব ও ফোরামের স্টল দেখে বুঝতে পারি, এখানে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের প্রচুর সুযোগ রয়েছে।”
এছাড়া অভিভাবকরা ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্য, সুযোগ-সুবিধা, শিক্ষার পরিবেশ ও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা দেখে সন্তোষ প্রকাশ করেন। পুরো আয়োজনটি অভিভাবকদের মধ্যে চুয়েটের প্রতি আস্থা ও প্রশংসা জাগিয়েছে।
চুয়েটের এই ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করেছে।