ফাইয়াজ মুহাম্মদ কৌশিকঃ
গতকাল (শনিবার) চট্টগ্রাম মহানগরীর অয়েল পার্ক রেসিডেন্স হোটেলে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক শিক্ষার্থীদের (‘০৪ ব্যাচ) পুর্নমিলনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ‘০৪ ব্যাচের ৫০ জনের মতো প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মাহফিল নিয়ে প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী শরীফ মাহমুদ ভূঁঞা বলেন, প্রতিবছর রমজানে ইফতার মাহফিল ও পুর্নমিলনী অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারলে অন্যরকম ভালো লাগা কাজ করে। শত ব্যস্ততার মাঝেও পুর্নমিলনীতে অংশগ্রহণ করার কারণে বন্ধু-বান্ধবীদের সাথে অনেকদিন পর দেখা হয়। ক্যাম্পাস জীবনের স্মৃতি নিয়ে সকলে তখন আড্ডায় মেতে উঠি।
চুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং উক্ত ব্যাচে প্রাক্তন শিক্ষার্থী ড. বশির জিসান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এ ইফতার মাহফিলে অনেকদিন পর ‘০৪ ব্যাচের আমরা এতো জন প্রাক্তন শিক্ষার্থী একসাথে বসে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছি। আড্ডার মাঝে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছিলাম আমরা। আমরা যদি একটি “কল্যাণ ট্রাস্ট” গঠন করার মাধ্যমে বৃত্তিমূলক প্রোগ্রাম চালু করতে পারি, তাহলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সম্ভব হবে।
উল্লেখ্য, পুনর্মিলনীটিতে আড্ডা ও আনন্দের পাশাপাশি ভবিষ্যতে দরিদ্র্য ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে “কল্যান ট্রাস্ট” গঠন করার প্রস্তাবনাও তুলে ধরা হয়। কল্যাণ ট্রাস্ট এর মাধ্যমে হাউজিং, স্কুল কিংবা হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়েও অনেকে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চুয়েটের ‘০৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে আরো একটি অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্তও গৃহীত হয়।