সাইকা শুহাদা:
আবারও নরওয়ের এগডার বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবৃত্তির সুযোগ পাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। এবারে আবেদন চলবে আগামী ২৭ শে মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত।
চুয়েট ও এগডার বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেশানে পরিচালিত চলমান কেয়ার প্রকল্পের আওতায় শিক্ষাবৃত্তির জন্য আবেদনে আহবান করা হয়। গত ৫ই মার্চ চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মুহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ২টি বিজ্ঞপ্তিতে সম্ভাব্য চলতি বছরের আগস্ট থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত ২ বছর মেয়াদী মাষ্টার্স ইন রিনিউবেল এনার্জি প্রোগ্রাম এবং চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত ৫ মাস মেয়াদী গবেষণা বা কোর্স ওয়ার্কের জন্য এ আহবান করা হয়।
জানা যায়, দুই বছরের মাস্টার্স প্রোগ্রামে শিক্ষাবৃত্তির জন্য বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগ এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্নকারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও যারা জুন ২০২৫ এর মধ্যে স্নাতক তত্ত্বীয় কোর্স এবং জুলাই ২০২৫ এর মধ্যে স্নাতক ডিগ্রী সম্পন্ন করবেন তারাও আবেদন করতে পারবেন।
এছাড়া নরওয়ে তে এক সেমিস্টার অধ্যয়নের নিমিত্তে (সম্ভাব্য সময় আগষ্ট- ডিসেম্বর, ২০২৫) চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজিতে অধ্যয়নরত পিএইচডি বা মাষ্টার্স কোর্সের শিক্ষার্থীরা ০৫ মাসের গবেষণা বা কোর্স ওয়ার্কের জন্য এ আবেদন করতে পারবেন।
আগামী ২৭ মার্চ (বৃহস্পতিবার) এর মধ্যে উক্ত প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম, যন্ত্রকৌশল বিভাগ, ই-মেইলঃ a.sayem@cuet.ac.bd এবং অধ্যাপক ড. সৌমেন রুদ্র , ই-মেইলঃ souman.rudra@uia.no
বরাবর প্রেরণের জন্য বলা হয়। আবেদন পত্রে এর বিষয় থিসিস/কোর্স ওয়ার্ক-নাম-বিভাগ/প্রতিষ্ঠান এই ফরম্যাটে একটি সিঙ্গেল পিডিএফ ফাইলে জমা দিতে বলা হয়েছে।
এ শিক্ষাবৃত্তির আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে পড়ার পাশাপাশি প্রতি মাসে জীবনযাত্রার ব্যয় নির্বাহে ১৩৭৯০ নরওয়েজিনার ক্রোনার প্রাপ্ত হবেন।
উক্ত প্রকল্পের পরিচালক ড.আবু সাদাত মোহাম্মদ সায়েম চুয়েটনিউজকে জানান, অত্যন্ত সম্মানজনক এই প্রকল্পের আওতায় ৫ম বারের জন্য ৮ জন ছাত্রছাত্রী নির্বাচিত করা হবে। পূর্বে প্রকল্পের মাধ্যমে ডিগ্রী প্রাপ্ত ছাত্র ছাত্রীদের সফলতা দৃশ্যমান হচ্ছে। ইতোমধ্যেই দুজন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে যোগদান করেছেন এবং একজন নরওয়েতে বহুমাত্রিক কোম্পানিতে, আরেকজন ইতালিতে একটি প্রখ্যাত কোম্পানিতে কর্মরত। এছাড়া এই প্রকল্পের আওতায় নরওয়ের দুজন শিক্ষার্থী অত্র বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন পড়তে, দুজন শিক্ষক শিক্ষাদানের উদ্দেশ্যে আসবেন।
তিনি আরও জানান, এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য এই প্রকল্পের আওতায় মাস্টার্স সম্পন্নকৃতরা বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে পিএইচিডি ভর্তির ক্ষেত্রে ভালো সাড়া পাচ্ছেন। বেশ কয়েকজন গ্রাজুয়েট পিএইচডি প্রোগ্রামে যোগদান করবেন বলে আশা করা যাচ্ছে। তাই ২৭ তারিখের মধ্যে আগ্রহীদের উচিত আবেদন সম্পন্ন করা।