দাবি আদায়ে প্রশাসনের কাল বিলম্বের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

আসাদুল্লাহ গালিবঃ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বিচারসহ ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে প্রশাসনের কালক্ষেপণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২:৪০ এ বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর-এর সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের মাধ্যমে অনেক সাধারণ শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর প্রশাসনের কাছে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীদের বিষয়ে নির্যাতনের অভিযোগ গেলেও প্রশাসন সে বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেননি। আমরা সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীদের বিচারের দাবিতে আজকের কর্মসূচি পালন করেছি।

পুরকৌশল বিভাগের ১৯ আবর্তের শিক্ষার্থী মাহফুজুর রহমান মহব্বত চুয়েটনিউজ২৪-কে বলেন, নতুন উপাচার্য স্যার নিয়োগ পাওয়ার পর আমরা আশা ও ভরসা করেছিলাম উনি ছাত্রদের দাবি আদায়ে সর্বাধিক গুরুত্ব দিবেন। কিন্তু আমাদেরকে শুধু আশ্বাস দিয়েই গেছেন বাস্তবে ছাত্রদের জন্য ওনাকে তেমন কিছু করতে দেখতেছি না। যে রক্তের উপর উনি বসে আছেন সেটা যদি এ প্রশাসন ভুলে যায় তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে আমরা তা আবার মনে করিয়ে দিতে প্রস্তুত আছি।

এছাড়াও অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কোনোরূপ ব্যবস্থা না নেওয়া এবং হলের নাম পরিবর্তন না করার প্রতিবাদে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে ছাত্রলীগসহ অভিযুক্ত শিক্ষকদের অতিসত্বর বিচার এর ব্যবস্থা করা, শেখ রাসেল হলের নাম পরিবর্তন করা, ইম্প্রুভমেন্ট এক্সাম এবং ক্লিয়ারেন্স অনলাইনকরনসহ অতি দ্রুত শিক্ষার্থীদের সকল ন্যায্য দাবি পূরণের আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *