ঢাকা ফাইট নাইট ৪.০ এমএমএ লড়াইয়ে প্রাক্তন চুয়েট শিক্ষার্থীর জয়

ফাইয়াজ মুহাম্মদ কৌশিকঃ

দক্ষতা এবং সংকল্পের একটি রোমাঞ্চকর প্রদর্শনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ ‘রয়েল বেঙ্গল’ ফাহাদ তার মিশ্র মার্শাল আর্ট (এমএমএ) লড়াইয়ে ঢাকা ফাইট নাইট ৪.০-এ বিজয়ী হয়েছেন। তিনি ছিলেন চুয়েটের মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

 
চুয়েটের এই প্রাক্তন শিক্ষার্থীর এমএমএ যাত্রা শুরু হয়েছিল ২০১৭ সালে যখন তিনি চুয়েটের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
এ সময়ে তিনি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে (সিজেকেএস) উশু সান্দা (কিকবক্সিং) প্রশিক্ষণ শুরু করেন। ২০১৮ সালে তিনি প্রথম কিকবক্সিং ম্যাচ জিতেছিলেন।

জানা যায়, ২০১৯ সালে ফাহাদ তার এমএমএ ক্যারিয়ারের সূচনা করেন।
এসময় লিজেন্ডস এফসি আয়োজিত একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে এমএমএতে প্রথম স্বর্ণপদক অর্জন করেন তিনি। বর্তমানে ফাহাদের লক্ষ্য হলো ইউএফসি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণ। এই উচ্চাকাঙ্ক্ষা নিয়ে তিনি ২০২৫ সালের মধ্যে ইউএফসি-তে জায়গা করে নেওয়ার পরিকল্পনা করছেন।

এ ব্যাপারে জানতে চাইলে তিনি চুয়েটনিউজ২৪ কে বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এমন বিজয়ের জন্য। পাশাপাশি, আমার কোচ, পরিবার সহ সকল শুভাকাঙ্খীদের কাছে আমি কৃতজ্ঞ।
এছাড়াও তিনি মনে করেন, এ জয় শুধু একক সাফল্য নয়। এটি সমাজের সকল নেতিবাচক দিকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অঙ্গীকারের পরিচয় বহন করে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর (শুক্রবার) আয়োজিত লড়াইয়ে বিজয়ী হন ফাহাদ। এমএমএ-এর পাশাপাশি বর্তমানে তিনি প্যাসিফিক জিন্সে প্রকিউরমেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *