নাজমুল হাসানঃ
আজ (সোমবার) চুয়েট সাংবাদিক সমিতিকে আমেরিকান সোসাইটি অফ সিভিল ইঞ্জিনিয়ারস্ (এসিআই) এর চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার সম্মাননা প্রদান করে। চুয়েটের পুরকৌশল বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এসিআই এর বার্ষিক সাধারণ সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মইনুল ইসলাম।
বিকাল ৪টায় শুরু হওয়া সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. আসিফুল হক এবং এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েট এর এডভাইজর অধ্যাপক ড. জিএম সাদিকুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন এসিআই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের বিদায়ী সভাপতি লামিয়া ইসলাম লিয়া। সভার এক পর্যায়ে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামানের হাতে সম্মাননা স্মারক তুলে দেয় লামিয়া ইসলাম লিয়া।
এসিআই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার গতবছর ‘এসিআই কংক্রিট সলিউশন’ নামক অন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা আয়োজন করে। পাশাপাশি গত ২৬ জুন, ২০২১ এ ‘সেতু কথন: পদ্মা সেতুর পথে বাংলাদেশের দীর্ঘ যাত্রা’ (𝑩𝒓𝒊𝒅𝒈𝒆 𝑻𝒂𝒍𝒌 – 𝑩𝒂𝒏𝒈𝒍𝒂𝒅𝒆𝒔𝒉’𝒔 𝑳𝒐𝒏𝒈 𝑱𝒐𝒖𝒓𝒏𝒆𝒚 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝑷𝒂𝒅𝒎𝒂 𝑩𝒓𝒊𝒅𝒈𝒆) শীর্ষক ভার্চুয়াল সেমিনার আয়োজন করে। ১৫ মে, ২০২০ এ ‘ওয়েবিনার অন টাওয়ার কনস্ট্রাকশন উইদ ইঞ্জিনিয়ার মোকসুদুর রহমান এফআইইবি পিএমপি’ শীর্ষক অনলাইন কার্যক্রম আয়োজন করে।
চুয়েট সাংবাদিক সমিতি, এসিআই চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টারের এসব আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল। এ অবদানের স্বীকৃতি হিসেবে চুয়েট সাংবাদিক সমিতিকে তারা এ সম্মাননা প্রদান করে।
গত ২৬ জুলাই ২০২১ এ ১২০টি দেশ নিয়ে অনলাইনে আয়োজিত আন্তর্জাতিক কংক্রিট প্রজেক্টস প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—তিনটি অবস্থানই জিতে নিয়েছিল চুয়েট। আবার গত ৩০ মার্চ ২৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এসিআই স্প্রিং কনভেনশন ২০২১ এ ‘এসিআই কংক্রিট সলিউশনস’ নামের আন্তর্জাতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে চুয়েটের পুরকৌশল বিভাগের দল—চুয়েটএক্স। পাশাপাশি গত ১৯ অক্টোবর ২০২১ এ এসিআইয়ের ইকো কংক্রিট প্রতিযোগিতায়ও চুয়েটের একটি দল চ্যাম্পিয়ন হয়। চুয়েট সাংবাদিক সমিতি এসব সাফল্যও দেশবাসীর সামনে তুলে ধরে।
লামিয়া ইসলাম লিয়া সম্মাননার বিষয়ে চুয়েটনিউজ২৪.কম কে বলেন, গত এক বছরের পথচলায় চুয়েট সাংবাদিক সমিতিকে সবসময় বন্ধুর মত পাশে পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব একটি সাংবাদিক সমিতি এবং সংবাদমাধ্যম থাকলে, শিক্ষার্থীদের গবেষণা এবং কাজ গুলো সহজেই সবার কাছে তুলে ধরা যায়। আমাদের অর্জন কে চুয়েট সাংবাদিক সমিতি যেভাবে উদযাপন করেছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই।
সম্মাননার বিষয়ে চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি মো কামরুজ্জামান বলেন, চুয়েটের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে চুয়েট সাংবাদিক সমিতি সর্বদা বদ্ধপরিকর। এসিআইএর এ সম্মাননা আমাদের পথচলায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
উল্লেখ্য, চুয়েট সাংবাদিক সমিতি চুয়েট ক্যাম্পাসের অন্যতম জনপ্রিয় সংগঠন। ক্যাম্পাসের যেকোনো সংবাদ সবার আগে পেতে চুয়েট শিক্ষার্থীদের ভরসার কেন্দ্রে আছে সংগঠনটি।