কামরুজ্জামান সিয়াম:
দীর্ঘ দেড় বছর পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থীরা যখন তাদের আবাসালয় বঙ্গবন্ধু হলে ফিরে এসেছে তখন তাদের মনের প্রফুল্লতা বাড়িয়ে তুলেতে
অন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
চুয়েট ছাত্রলীগের বঙ্গবন্ধু হলের সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ ডিসেম্বর বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সৈয়দ মাসরুর আহমেদ উক্ত টুর্নামেন্টটির উদ্বোধন করেন। উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. রেজাউল করিম।
টুর্নামেন্টে বঙ্গবন্ধু হলের ৩৬ টি দল অংশগ্রহণ করে । প্রত্যেক দলে দুইজন করে খেলোয়াড় সহ 72 জন শিক্ষার্থী টুর্নামেন্ট এ অংশ নেয়।
আয়োজন নিয়ে বঙ্গবন্ধু হলের সহকারী প্রভোস্ট এ টি এম শাহজাহান বলেন,”এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে সিনিয়র ও জুনিয়র ব্যাচ এর শিক্ষার্থীদের
মধ্যে আন্তরিক বন্ধন আরও দৃঢ়
হবে । এই ধরনের বন্ধুত্বপূর্ণ টুর্নামেন্টের ধারা যাতে পরবর্তী বছরগুলোতেও চলতে থাকে সেই কামনা করি।”