চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতি ইকরাম, সম্পাদক মকবুল

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্মকর্তা সমিতির ২০২৫-২০২৬ কার্যকরী কমিটির নির্বাচন শেষ হয়েছে। গত বুধবার (২৬শে ফেব্রুয়ারি) চুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রমের উদ্বোধন করেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কর্মকর্তা সমিতির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে সভাপতি পদে প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রকৌশলী মো. মকবুল হোসেন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি পদে প্রকৌশলী সৈয়দ মো. জিল্লুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী, সাংগঠনিক-সম্পাদক মো. মিরাজুল ইসলাম, অর্থ-সম্পাদক প্রকৌশলী মো. নাঈমউর রহমান, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. ইয়াসির আরাফাত, দপ্তর-সম্পাদক মোহাম্মদ নুর নেওয়াজ, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জিয়া উদ্দীন জিয়া, মহিলা বিষয়ক সম্পাদক সাবিহা সুলতানা জিমু এবং কার্যনির্বাহী সদস্য পদে মোহাম্মদ আব্দুল খালেক সরকার, মোহাম্মদ ইউছুপ, মোহাম্মদ সওকত হায়াত ওসমানী, মোহাম্মদ হারুন ও মো. আনিসুজ্জামান খান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কম্পট্রোলার মো. সফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার ছিলেন ডেপুটি রেজিস্ট্রার নাজনীন আক্তার, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর তালুকদার ও প্রোগ্রামার মো. নূর উদ্দীন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *