চুয়েটে শুরু হয়েছে তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের তিনদিন ব্যাপী আর্ন্তজাতিক সম্মেলন

ফাইয়াজ মুহাম্মদ কৌশিকঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের আয়োজনে চুয়েটে আজ ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে “2025 International Conference on Electrical, Computer and Communication Engineering (ECCE-2025)” শীর্ষক আর্ন্তজাতিক সম্মেলন।

তিনদিনব্যাপী এই আর্ন্তজাতিক সম্মেলনে সর্বমোট ১৫টির অধিক দেশ থেকে শীর্ষস্থানীয় শিক্ষাবিদ, বিজ্ঞানী, গবেষক, স্কলারস, ডিসিশন মেকার্সগণ অংশ নেবেন। এতে ৫টি মূল প্রবন্ধ এবং ৪টি আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। এই কনফারেন্সে সর্বমোট ১১৮৮টি গবেষণা পত্রের মধ্যে ৫২৭টি গবেষণা পত্র উপস্থাপিত হবে। এর মধ্যে ২৬৩টি অনলাইন এবং ২৬৪টি অফলাইন গবেষণাপত্র উপস্থাপিত হচ্ছে।

আজ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। এতে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স (আইইইই) বাংলাদেশ সেকশন এর সভাপতি ও চুয়েটের আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং ইউজিসি’র হায়ার এডুকেশন এক্সিলারেশন এন্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের পরিচালক ও চুয়েটের কম্পিউটার সায়েন্স ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান। সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলনের সভাপতি এবং তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ সামসুল আরেফিন । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন সম্পাদক ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. নিপু কুমার দাশ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কনফারেন্স টেকনিক্যাল সম্পাদক ও ইইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. মোঃ জাহেদুল ইসলাম এবং টিপিসি চেয়ার ও তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ রুবাইয়াৎ তানভীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. রাশেদ মোঃ মুরাদ হাসান।

সম্মানিত অতিথির বক্তব্যে চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, আমাদের উন্নয়নকে টেকসই করতে হলে তথ্য প্রযুক্তিতে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে। আমাদের সমাজে তথ্য-প্রযুক্তিভিত্তিক জ্ঞান আরো ছড়িয়ে দিতে হবে। নতুনদের বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তথ্য-প্রযুক্তি খাতের পর্যাপ্ত প্রস্তুতি থাকতে হবে। এ ধরণের কনফারেন্সের মাধ্যমে আমাদের তরুণ গবেষকদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, বর্তমান বিশ্বে এগিয়ে যেতে হলে তথ্য-প্রযুক্তিতে অগ্রসর থাকতে হবে। এ বিষয়ে নতুন জ্ঞান ও উদ্ভাবনে নিরন্তর প্রচেষ্টা থাকতে হবে। এ জন্য এ বিষয়ে দক্ষ গবেষক ও বিশেষজ্ঞদের নিয়ে আয়োজিত এ ধরনের কনফারেন্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। তিনি আরো বলেন, নতুন গবেষকদের নিয়ে আমরা আশাবাদী। তাদের হাতে ভবিষ্যতের বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে যাবে। এ ধরনের কনফারেন্স নতুনদের জন্য গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দিবে বলে আমার বিশ্বাস।

এ সম্মেলনে মূল বক্তা হিসেবে হংকং বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রে. সি. সি. চেং, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এর তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. নওশাদ আমিন, কাতার কম্পিউটিং রিসার্চ ইনস্টিটিউট এর সিনিয়র সায়িন্টিস্ট ড. ফিরোজ আলম, যুক্তরাজ্যের স্ট্র্যাথক্লাইড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিচুন লুও এবং যুক্তরাজ্যের গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামার আব্বাসি থাকার কথা রয়েছে।

আমন্ত্রিত বক্তা হিসেবে থাকবেন সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের ড. ইয়াসের খান, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সানা উল্লাহ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইসিই বিভাগের অধ্যাপক ড. শেখ শরিফুল আলম এবং জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ম্যাটেরিয়ালস সায়েন্সের প্রধান গবেষক আশরাফুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *