মো. ফাহিম রেজা:
ঐতিহ্য একটি বিশেষ শব্দ যা মানুষ তার সমাজ কিংবা বিশেষ কোন অঞ্চল থেকে লাভ করে। মানুষ স্বভাবতই তার ঐতিহ্যকে ধারণ করে এবং তা নিয়ে গর্ববোধ করে। ঐতিহ্যের ধর্ম হলো একে ছড়িয়ে দেওয়া যায়। আঞ্চলিক ঐতিহ্যকে ছড়িয়ে দিয়ে সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে ” রসমালাই ও ছানামুখী উৎসব “-এর আয়োজন করলো গ্রেটার কুমিল্লা স্টুডেন্টস ফোরাম, চুয়েট।
আজ শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টা থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( চুয়েট) বাস্কেটবল মাঠে শিক্ষার্থীদের নিয়ে ঐতিহ্যবাহী কুমিল্লার রসমালাই ও ব্রাহ্মনবাড়িয়ার বিখ্যাত ছানামুখী ভোজনের উৎসব শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এসময় উপস্থিত ছিলেন গ্রেটার কুমিল্লা স্টুডেন্টস ফোরামের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জামাল উদ্দিন । তিনি এই আয়োজনের প্রশংসা করেন এবং উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি এরকম আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে সবার মাঝে সুসস্পর্ক বজায় থাকবে এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যের সাথে সবাই পরিচিত হবে বলে মতামত ব্যক্ত করেন।
আয়োজনের বিষয়ে গ্রেটার কুমিল্লা স্টুন্ডেটস ফোরামের সভাপতি মেহেদী হাসান অভি চুয়েটনিউজ২৪-কে বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ক্যাম্পাসের সবাইকে আমাদের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যের সাথে পরিচয় করানো, সর্বোপরি একটি মিলনমেলার আয়োজন করা।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে স্বতঃস্ফুর্তভাবে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ব্যতিক্রমী এই আয়োজনে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।