চুয়েটনিউজ২৪ ডেস্ক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছায়া জাতিসংঘের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় “টক লাইক এ প্রো(Talk Like a Pro”) প্রতিযোগিতা। আগামী ২৬ শে এপ্রিল এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। প্রতিযোগিতায় চট্টগ্রাম এবং ঢাকা সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
চট্টগ্রাম অঞ্চল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন ছাড়াও চট্টগ্রাম প্রেসিডেন্সিয়াল স্কুল,চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি(আইআইইউসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেবেন।
চুয়েট ছায়া জাতিসংঘের সভাপতি আসিফ আলম বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ভূরাজনৈতিক এবং কূটনৈতিক বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবেন। এছাড়াও, প্রতিযোগিতাটি তাদের মধ্যে আত্মবিশ্বাস, গবেষণা এবং বিতর্কের মাধ্যমে নিজেদের বক্তব্য রাখার দক্ষতা বৃদ্ধি করবে।”
প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা, যেমন জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক কলহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন।
প্রতিযোগিতার বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে৷ অংশগ্রহণের রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২৪ শে এপ্রিল৷
নিম্নোক্ত লিংক থেকে রেজিস্ট্রেশন করা যাবে-