চুয়েটে ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠন

ফাইয়াজ মুহাম্মদ কৌশিকঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট) এ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ১৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সংগঠনটির ২৮ তম কাউন্সিলের মাধ্যমে এ কমিটির ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দেব মুখার্জী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী তাশাক।

কমিটির অন্য সদস্যবৃন্দ হলেন সহসভাপতি- তানিম মুনতাসির, সাংগঠনিক সম্পাদক- মোঃ নাফিজ শাহরিয়ার নিলয়, কোষাধ্যক্ষ- মাহিম জামান, দপ্তর সম্পাদক- তারিক বিন খালেদ, সংস্কৃতি সম্পাদক- তন্ময় কুমার এষ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক- হাশেরুন মাহিন শাফিন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক-কৌশিক বৈদ্য কাব্য,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-ফারদিন কাইছার।

নতুন এ কমিটি কাউন্সিল অধিবেশনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয় বলে জানা যায়। অধিবেশনে সংগঠনের আগামী দিনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মপন্থা সবার আলোচনার মাধ্যমে গৃহীত হয়। কাউন্সিলের সভাপতিত্ব করেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী শাহাদাত সাকিব এবং সঞ্চালনা করেন কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আসিফ ইকবাল। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি প্রত্যয় নাফাক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক সুদীপ্ত চাকমা।

কাউন্সিল শেষে নতুন কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রত্যয় নাফাক। তিনি বলেন, চুয়েটে এর আগেও ছাত্র ইউনিয়নের অনেক কার্যক্রম চলতো। মাঝখানে সেসব সীমিত হয়ে যায়। তবে নতুন এ কমিটি আবার তা পুনরায় প্রতিষ্ঠা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে চুয়েট ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি দেব মুখার্জী বলেন, চুয়েটের বিভিন্ন সংকট নিরসনে পূর্বের মত আবারও ছাত্র ইউনিয়ন কাজ করবে। বন্ধ হয়ে যাওয়া জহির রায়হান পাঠাগার পুনঃপ্রতিষ্ঠা, টেক-কার্নিভাল চালু সহ শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে নতুন কমিটি কার্যকরী ভুমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *