চুয়েটে ছাত্রলীগের দু-গ্রুপের সংঘর্ষের ঘটনায় তিন জনকে শোকজ

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(চুয়েট) গত ১৭মার্চ রাতে ছাত্রলীগের দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় ০৩জনকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই তিন (০৩) জন হলেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজহারুল ইসলাম মাহমুদ (মুন্না),  একই শিক্ষাবর্ষের মোহাম্মদ তৌফিকুর রহামান এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের তাহসিন ইসতিয়াক ইফতি।

বিষয়টি চুয়েটনিউজ২৪ কে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে ফুল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে এই কারণ দর্শানোর বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

রড ও ছুরি হাতে উত্তেজিত অবস্থায় শেখ রাসেল হলে প্রবেশ, ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ইত্যাদি অভিযোগে তাদের শোকজ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ।

এদিকে ১০অক্টোবর, ২০২১তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকায় আজহারুল ইসলাম মাহমুদ নামে এক শিক্ষার্থীকে মুখমন্ডলে আঘাত করে রক্তাক্ত করার অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগে নাছিম ফরহাদ কে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *