চুয়েটে গ্রীন ফর পিস কর্তৃক আয়োজিত হয় “ইফতারের ভাগ, পথশিশুদের সাথে”

গোলাম মোস্তফা তানিম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একমাত্র মানবিক ও পরিবেশবাদী সংগঠন গ্রীন ফর পিস আয়োজন করে এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের, যার নাম ছিল “ইফতারের ভাগ, পথশিশুদের সাথে”। এতে শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও উপস্থিত ছিল প্রায় ৪০ জন সুবিধাবঞ্চিত পথশিশু।

গত ৭ মার্চ (শুক্রবার) চুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে সহায়ক হিসেবে ছিল চুয়েট শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য তৈরী“প্রদীপ স্কুল”।

উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গ্রীন ফর পিস এর প্রধান উপদেষ্টা ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজি এর পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রীন ফর পিস এর বর্তমান কমিটির অধিকাংশ সদস্য এবং প্রদীপ স্কুলের শিক্ষক ও পরিচালকরা।

ইফতার মাহফিলের আয়োজকদের পক্ষ থেকে গ্রীন ফর পিস এর সভাপতি জুবায়ের অর্ণব চুয়েটনিউজ২৪-কে বলেন, গ্রীন ফর পিস, চুয়েট এর পক্ষ থেকে ৭ই মার্চ শহীদ মিনারে আয়োজিত ইফতার মাহফিলে প্রায় ৪০ জন সুবিধাবঞ্চিত শিশুর সাথে ইফতার ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। প্রদীপ স্কুলের এই শিশুরা আগামী দিনের আলো, আর তাদের পাশে থাকতে পারা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়। এই ছোট উদ্যোগগুলোর মাধ্যমেই আমরা ভালোবাসা ও মানবতার বার্তা ছড়িয়ে দিতে চাই।

প্রদীপ স্কুলের সাধারণ সম্পাদক মোঃ এনামুল সরদার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ওইদিনের ইফতার আয়োজন আমাকে ও আমার শিক্ষকদের গভীরভাবে নাড়া দিয়েছে। প্রদীপ স্কুলের বাচ্চাদের হাসিমুখ, তাদের উচ্ছ্বাস, আর একসঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো সত্যিই অনন্য। প্রফেসর জামাল স্যারের উপদেশগুলো শুধু বাচ্চাদের জন্য নয়, আমাদের সবার জন্যই অনুপ্রেরণার ছিল।

উল্লেখ্য, গ্রীন ফর পিস পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি, বন্যায় ত্রান সহায়তাসহ আরো দাতব্য কাজে যুক্ত থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *