চুয়েটে গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফাইয়াজ কৌশিক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৫শে মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উপলক্ষ্যে স্মৃতিচারণ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আজ ২৫শে মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথির বক্তব্যে সবাইকে একতা ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়ার আহবান জানান অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

তিনি বলেন, স্বাধীনতা যে কোনো জাতির সবচেয়ে বড় অর্জন। আর বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে রক্তস্নাত পথ ধরে। ২৬ মার্চের মহান স্বাধীনতার পেছনে রয়েছে আত্মত্যাগ, আত্মবিসর্জন ও আন্দোলন-সংগ্রামের সুদীর্ঘ রক্তাক্ত পথ। স্বাধীনতার দৃপ্ত ঘোষণার মধ্য দিয়ে ২৬শে মার্চে নিপীড়িত ও বঞ্চিত জনগণের শোষণমুক্তির প্রত্যাশা অর্জন করেছিল এক নতুন দিক-নির্দেশনা, নতুন মাত্রা। অবশেষে আমরা ১৬ ডিসেম্বর বিজয় লাভ করি এবং এই বিজয়কে ধরে রেখে সকলকে দেশ গঠনে আত্মনিয়োগের আহ্বান জানাচ্ছি।


তিনি আরও বলেন, ২০২৪-এর এই গণঅভ্যুত্থানে পূর্ব ও পরবর্তী ঘটনাপ্রবাহ সমগ্র জাতিকে এক মোহনায় মিলিত করেছে। এখন প্রয়োজনীয় সংস্কার ও পরিমার্জনের মধ্য দিয়ে একতা ও সম্প্রীতির এক নতুন বাংলাদেশ গড়তে হবে। তাহলেই আমাদের আন্দোলন-সংগ্রাম, মহান স্বাধীনতা স্বার্থকতা পাবে।

উল্লেখ্য, উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ ফজলুর রহমান। আলোচনা সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা ক্বারী নুরুল্লাহ। চুয়েট কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *