চুয়েটে আসছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আয়োজিত ইসলামিক কর্মশালায় যোগ দিতে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে অংশ নিবেন তিনি।

গতকাল বুধবার ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বাদ আসর চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক “প্রকৌশল বিদ্যায় ঈমান, আমলের চর্চা এবং সৎ চরিত্র গঠন” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা। কর্মশালায় গেস্ট  অব অনার চুয়েটের উপাচার্য মাহমুদ আব্দুল মতিন ভূইয়া এবং বিশেষ আলোচক হিসেবে থাকবেন আদ দাওয়াহ ইল্লাল্লাহ এর পরিচালক আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক।

এ বিষয়ে ছাত্রকল্যাণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম চুয়েটনিউজ২৪ কে বলেন, শিক্ষার্থীদের ঈমান, আমলের চর্চায় উদ্বুদ্ব করতে এবং তাদের মধ্যে ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে এ কর্মশালার আয়োজন করা হচ্ছে। ধর্ম উপদেষ্টা মহোদয় মাগরিবের নামাজের পরে কর্মশালায় অংশ নেয়ার কথা রয়েছে। আশা করি শিক্ষার্থীরা অতিথিদের কথা ও দিকনির্দেশনা পেলে উপকৃত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *