ফাইয়াজ মুহাম্মদ কৌশিকঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শারীরিক শিক্ষা কেন্দ্র কর্তৃক আয়োজিত “আন্তঃবিভাগ ক্রিকেট (সিপিএল)-২০২৫”-এ চ্যাম্পিয়ন হয়েছে পুরকৌশল বিভাগ। রানার্সআপ হয়েছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই) বিভাগ। গত ২৮ শে ফেব্রুয়ারি (শুক্রবার) আয়োজিত টুর্নামেন্টটির ফাইনাল চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়। এতে ইটিই বিভাগকে ৫০ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পুরকৌশল বিভাগ।
ফাইনালে পুরকৌশল বিভাগ প্রথমে ব্যাটিং করে ৩ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে, জবাবে ১৬৬ এর টার্গেটে ব্যাট করতে নেমে ইটিই বিভাগ ৮ উইকেটে হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। এতে ৫০ রানে বিজয়ী হয় পুরকৌশল বিভাগ। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী হাসিব হোসাইন। উক্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ২৪১ রান সংগ্রহ করেন মেকাট্রনিক্স ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইবনে জুবায়ের এবং সর্বোচ্চ ৭ উইকেট সংগ্রহ করেন যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান।
ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ মেহেদী হাসান আকাশ চুয়েটনিউজ২৪ কে বলেন, আলহামদুলিল্লাহ। এটি আমার চুয়েট জীবনের শেষ টুর্নামেন্ট ছিল। বড় কথা হচ্ছে, চ্যাম্পিয়ন হওয়ার খুব ইচ্ছে ছিল। আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হয়েছি। ম্যাচ সেরা পুরস্কার পেয়েও আমি আনন্দিত।
চ্যম্পিয়ন পুরকৌশলের অধিনায়ক তাহসিন রাইয়ান মাহি বলেন, অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি নতুন। গতবারের চ্যাম্পিয়ন হিসেবে এইবার ও পুরকৌশল দল মাঠে ডমিনেট করেছে। নিয়মিত চর্চার ফল আমরা পেয়েছি এবং খেলায় আমাদের দর্শকরা মূখ্য ভুমিকা পালন করেছে। কেন্দ্রীয় মাঠ থেকে ১৯ ব্যাচ হিসেবে চ্যাম্পিয়ন হয়ে বিদায়টা অবশ্যই সুখকর একটি স্মৃতি হয়ে থাকবে।
উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণীর পাশাপাশি আন্ত:হল ইনডোর গেমস-২০২৪ এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। এতে সভাপতিত্ব করেন চুয়েটের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-প্রধান শারীরিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দীন।