ফাইয়াজ মুহাম্মদ কৌশিক:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গবেষণা-ধর্মী সংগঠন আইইইই স্টুডেন্ট ব্রাঞ্চের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জানুয়ারি (বুধবার) সন্ধ্যায় জাঁকজমকপূর্ণ আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের নবীন সদস্যদের বরণ করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানা যায়, কয়েকদিন ধরে নানা কার্যক্রমের মাধ্যমে নবীন সদস্যদের বরণ করা হয়। এ আয়োজনের অংশ হিসেবে ছিল ডিএলডি কনটেস্ট ও বিভিন্ন গেম কনটেস্ট। উৎসবমুখর পরিবেশে নবীন সদস্যরা চুয়েটের অন্যতম সক্রিয় এই সংগঠনের সঙ্গে পরিচিত হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি আসিফ মিরাজ চুয়েটনিউজ২৪-কে বলেন, আইইইই বিশ্বের অন্যতম বৃহৎ পেশাদার সংগঠন। এটি শুধু ক্যাম্পাসভিত্তিক নয়, বরং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সংগঠন। এখানে যুক্ত হয়ে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে এবং দক্ষতা উন্নয়ন সম্ভব। আমি নবীনদের অনুরোধ করবো, এ সংগঠনের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে। এতে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে তারা উৎসাহী হবে।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ আসাদ রহমান বলেন, আইইইই চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চের নবীনবরণ প্রতিবারই বৃহৎ আকারে আয়োজন করা হয়। এটি জুনিয়র ও সিনিয়রদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। সিনিয়রদের দিকনির্দেশনায় নবীনরা নিজেদের দক্ষ করে তুলতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সময়কে আরো সুন্দর ও উপভোগ্য করে তোলে।
উল্লেখ্য, ডিএলডি কনটেস্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম টর এবং রানারআপ হয়েছে টিম বারো তালা। উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চুয়েটনিউজ২৪। এছাড়া গিফট পার্টনার হিসেবে ছিল আমজনতা ও ট্রায়োমার্ট এবং ফুড পার্টনার ছিল আস্তানা।